Smartphones Under Rs 15000: ১৫ হাজারের কমে ৫জি ফোন, তাও আবার স্যামসাং গ্যালাক্সির, কী কী ফিচার থাকতে চলেছে?
Samsung Galaxy F17 5G: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৪,৪৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ১৫,৯৯৯ টাকা।

Smartphones Under Rs 15000: স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের সঙ্গেই নাকি স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হবে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ এই ফোন ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে।
শোনা যাচ্ছে, এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৪,৪৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ১৫,৯৯৯ টাকা। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোন ১৫ হাজার টাকার কম দামেই কেনা যাবে ভারতে। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে গোরিলা গ্লাস প্রোটেকশন। এই ডিসপ্লেতে পুরো এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফোনটি ৭.৫ মিলিমিটার পুরু হতে পারে বলে শোনা গিয়েছে। অনুমান, সেপ্টেম্বরের শুরুর দিকেই লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন। আগামী ৪ সেপ্টেম্বর স্যামংয়ের একটি ইভেন্ট রয়েছে। সেখানে এই ফোনের লঞ্চ প্রসঙ্গে বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে অনুমান।
স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে সংস্থার নিজস্ব 6nm Exynos 1330 চিপসেট থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও এই ফোনে যে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে, সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটের মেন ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে। এই ফোনের ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে।























