iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ লঞ্চের পর কোন কোন আইফোনের দাম কমেছে
Apple Event: অ্যাপেলের 'Far Out' ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৪ সিরিজের চারটি ফোন।
iPhone 14 Series: অ্যাপেলের ইভেন্ট 'Far Out'- এ সদ্যই আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ করেছে মার্কিন টেক জায়ান্ট। নতুন আইফোন সিরিজে মোট চারটি ফোন লঞ্চ হয়েছে। সেগুলি হল- আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)। ভারতে আইফোন ১৪ মডেলের দাম শুরু হবে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাসের দাম শুরু হবে ৮৯,৯০০ টাকা থেকে। এছাড়াও আইফোন ১৪ প্রো মডেলের দাম শুরু হবে ১,২৯,৯০০ টাকা থেকে। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের দাম শুরু হবে ১,৩৯,৯০০ টাকা থেকে। আইফোন ১৪ সিরিজ লঞ্চের পর বেশ কিছু আইফোনের দাম কমে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই। তাই যাঁরা আইফোন কেনার পরিকল্পনা করছেন তাঁরা এখন একবার আইফোন কেনার চেষ্টা করতে পারেন।
আইফোন ১৪ সিরিজ লঞ্চের পর কোন কোন আইফোনের দাম কমেছে
আইফোন ১৩ সিরিজ- এই আইফোন সিরিজের দুটো ফোনের বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমেছে আইফোন ১৪ সিরিজ লঞ্চের পর।
- আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ মডেল, যার লঞ্চের সময় দাম ছিল ৭৯,৯০০ টাকা। আর এখন দাম ৬৯,৯০০ টাকা।
- আইফোন ১৩- র ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যা লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। তবে বর্তমানে দাম ৭৯,৯০০ টাকা।
- আইফোন ১৩ মিনি ১২৮ জিবি স্টোরেজ মডেল। আগে দাম ছিল ৬৯,৯০০ টাকা। এখন কেনা যাবে ৬৪,৯০০ টাকায়
- আইফোন ১৩ মিনি ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম আগে মানে লঞ্চের সময়ে ছিল ৭৯,৯০০ টাকা। এখন দাম ৭৪,৯০০ টাকা
- আইফোন ১৩ মিনি ৫১২ জিবি স্টোরেজ মডেল। এই ফোনের আগে দাম ছিল ৯৯,৯০০ টাকা। আর এখন দাম ৯৪,৯০০ টাকা।
আইফোন ১২- র দামও কমেছে আইফোন ১৪ সিরিজ লঞ্চের পর। আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ৫৯,৯০০ টাকা। অন্যদিকে আইফোন ১২- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯০০ টাকা। আর এই আইফোনের ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বর্তমানে ৭৪,৯০০ টাকা। ২০২০ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১২। লঞ্চের সময় এই ফোনের ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৮৪,৯০০ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৪,৯০০ টাকা।
আরও পড়ুন- 'মিনি' মডেল নেই, লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে