![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Voice Enabled UPI: ইউপিআই পেমেন্টে ভয়েস-সাপোর্ট, খুব শীঘ্রই নতুন সুবিধা পাবেন ইউজাররা
UPI Payments: Hello! UPI- এই ফিচারের মাধ্যমে ইউজাররা ভয়েস এনাবেল ইউপিআই পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন অ্যাপের মাধ্যমে, টেলিকম কল এবং IoT ডিভাইসের মাধ্যমে এই সুবিধা পাবেন ইউজাররা।
![Voice Enabled UPI: ইউপিআই পেমেন্টে ভয়েস-সাপোর্ট, খুব শীঘ্রই নতুন সুবিধা পাবেন ইউজাররা Soon users will be able to make voice based UPI payments through different apps NPCI launches new product Voice Enabled UPI: ইউপিআই পেমেন্টে ভয়েস-সাপোর্ট, খুব শীঘ্রই নতুন সুবিধা পাবেন ইউজাররা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/554934c0496b14d67814f5ea2c8b21eb1694066659256279_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Voice Enabled UPI: অনলাইন আর্থিক লেনদেনে (Online Payment) ইউপিআই (UPI) আমাদের অন্যতম ভরসা। সেই মাধ্যমেই এবার নতুন ফিচার চালু করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই (NPCI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস সম্প্রতি গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে (Global Fintech Festival) ঘোষণা করেছেন এই নয়া ফিচারের কথা।
Hello! UPI- এই ফিচারের মাধ্যমে ইউজাররা ভয়েস এনাবেল ইউপিআই পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন অ্যাপের মাধ্যমে, টেলিকম কল এবং IoT ডিভাইসের মাধ্যমে এই সুবিধা পাবেন ইউজাররা। ইউপিআই মাধ্যমে ইউজারদের জন্য অনেক সুবিধাই দেওয়া হচ্ছে। Hello! UPI ছাড়াও এই তালিকায় রয়েছে Credit Line on UPI, UPI LITE X, Tap & Pay, Conversational Bill Payments- এইসব পরিষেবা। এই সব ফিচার প্রতি মাসে ১০০ বিলিয়ন ট্রানজাকশনের পথে এগোতে ইউপিআই পেমেন্ট সিস্টেমকে সাহায্য করবে। আপাতত Hello! UPI- এর ক্ষেত্রে ভয়েস এনাবেলড ইউপিআই পেমেন্টের পরিষেবা পাওয়া যাবে হিন্দি এবং ইংরেজিতে। আগামী দিনে আরও অনেক আঞ্চলিক ভাষায় এই পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে।
ভারতে বসল প্রথম UPI ATM মেশন, কী সুবিধা পাওয়া যাবে?
বর্তমানে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কিউআর কোডের সাহায্য নেওয়া হয়। একবার স্ক্যান করলেই অনায়াসে পাঠাও যায় টাকা। এবার এই কিউআর কোডের সাহায্যে এটিএম থেকেও তোলা যাবে টাকা। এরকমই এটিএম মেশিন বসেছে আমাদের দেশে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বসেছে প্রথম ইউপিআই এটিএম। সৌজন্যে হিতাচি পেমেন্ট সার্ভিসেস। তারা এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া একযোগে ইউপিআই এটিএম চালু করেছে দেশে। কিউআর কোড স্ক্যান করলেই টাকা তোলা যাবে। এই ইউপিআই এটিএমকে বলা হচ্ছে হোয়াইট লেবেল এটিএম।
এই UPI এটিএমের সাহায্যে কীভাবে টাকা তুলতে পারবেন ইউজাররা
১।ইউজারদের ফোনে UPI অ্যাপ থাকতে হবে।
২। কত টাকা তোলা হবে তা ঠিক করে নিতে হবে।
৩। এরপর নির্দিষ্ট UPI QR কোড দেখানো হবে।
৪। UPI অ্যাপ ব্যবহার করে সেই QR কোড স্ক্যান করে নিতে হবে।
৫। এরপর লেনদেন করার জন্য আপনাকে আপনার UPI পিন দিতে হবে।
৬। এরপর ওই পরিমাণ টাকা আপনার হাতে চলে আসবে।
আরও পড়ুন- ভারতে আসছে নোকিয়ার নতুন ৫জি ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)