Murshidabad News: মুর্শিদাবাদের অশান্তির ঘটনা, বাংলাদেশের দুষ্কতীদের দিকে আঙুল তৃণমূলের
ABP Ananda Live: হামলা হয়েছে সীমান্ত পেরিয়েই। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় ঘুরিয়ে বাংলাদেশের দুষ্কতীদের দিকে আঙুল তুলছে তৃণমূল। কেউ আবার মুর্শিদাবাদে পোশাক বিপণীতে লুঠের ছবি দেখে মিল পাচ্ছেন বাংলাদেশের সঙ্গে।
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের নামে হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এরই মধ্যে দিকে-দিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন আক্রান্তরা। কোথাও দেরিতে আসার অভিযোগ, কোথাও বিএসএফকে বিপথে চালনা করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই পরিস্থতিতে বিএসএফের স্থায়ী ক্যাম্প চাইছেন আক্রান্তরা। সোমবার ধুলিয়ানের ঠাকুরপাড়া এলাকায় যান বিএসএফের এডিজি। তাঁকে ঘিরে ধরে হাতজোড় করে এলাকায় ক্যাম্প তৈরির আর্জি জানান মহিলারা। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, শনিবার দুপুরের পর থেকে কোনও রকম অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসেনি। এদিকে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি। শনিবার, ধুলিয়ান পুরসভা এলাকায় তাঁর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই থেকে এলাকাছাড়া তৃণমূল বিধায়ক।



















