(Source: ECI/ABP News/ABP Majha)
Tecno Phantom X2 Pro 5G: নজরকাড়া ক্যামেরা ফিচার নিয়ে ভারতে হাজির টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি, দাম কত? কিনবেন কোথা থেকে
Tecno 5G Phone: ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। প্রি-বুকিংও করা যাবে এই ফোনের জন্য। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।
Tecno Smartphone: টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি (Tecno Phantom X2 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোনের সঙ্গে বাক্সের মধ্যে থাকছে একটি ৪৫ ওয়াটের চার্জার।
টেকনো ফ্যান্টন এক্স২ প্রো ৫জি ফোনের দাম
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। প্রি-বুকিংও করা যাবে এই ফোনের জন্য। টেকনো সংস্থার এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। Mars Orange এবং Stardust Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।
টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম। এই র্যামের পরিমাণ আরও ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে।
- টেকনো সংস্থার নতুন ৫জি ফোনে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। retractable portrait লেন্স রয়েছে এই ক্যামেরায়। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর এবং ১৩ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ২.৫ এক্স অপটিকাল জুম এবং 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে এই ক্যামেরায়।
- টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
জানুয়ারি মাসেই ভারতে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে ইনফিনিক্স (Infinix) সংস্থার। জানা গিয়েছে, ইনফিনিক্স জিরো ৫জি (২০২৩) (Infinix Zero 5G 2023), ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) এবং ইনফিনিক্স জিরোবুক আলট্রা (Infinix ZeroBook Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে। চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই এই তিনটি প্রোডাক্ট ভারতে লঞ্চ করবে ইনফিনিক্স সংস্থা, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন- চিনের জন্য় বড় ধাক্কা, ভারতেই এই সালের মধ্য়ে তৈরি হবে ৫০ শতাংশ আইফোন