Tecno Phones: নেটওয়ার্ক ছাড়াও কল করা যাবে এই ফোনের সাহায্যে, ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ২, দাম কত ?
Tecno Spark Go 2 Phone: টেকনো স্পার্ক গো ২ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। চারটি রঙে এই ফোন লঞ্চ হয়েছে। ১ জুলাই দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।

Tecno Phones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক গো ২ ফোন। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। টেকনো সংস্থার এই ফোনে Unisoc T7250 চিপসেট রয়েছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। আর এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। টেকনো স্পার্ক গো ২ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ এই ফোন ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
ভারতে টেকনো স্পার্ক গো ২ ফোনের দাম কত
টেকনো স্পার্ক গো ২ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। চারটি রঙে এই ফোন লঞ্চ হয়েছে। ১ জুলাই দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ইঙ্ক ব্ল্যাক, ভেইল হোয়াট, টাইটেনিয়াম গ্রে এবং টার্কওয়াইজ গ্রিন- এই চার রঙে টেকনো স্পার্ক ২ ফোন ভারতে লঞ্চ হয়েছে।
টেকনো স্পার্ক গো ২ ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে Unisoc T7250 চিপসেট রয়েছে, যার সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোনে রয়েছে টেকনো- র Ella AI অ্যাসিসট্যান্ট। এখানে একাধিক ভারতীয় স্থানীয় ভাষার সাপোর্ট রয়েছে।
- টেকনো স্পার্ক গো ২ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে আরও একটি সেকেন্ডারি সেনসর রয়েছে যার ক্যামেরা মেগাপিক্সেল জানা যায়নি। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- নেটওয়ার্ক না থাকলেও টেকনোর এই ফোনের সাহায্যে ফোন করা যাবে। এই ফোনে Free Link App- এর সাপোর্ট রয়েছে। এর সাহায্যেই সেলুলার কানেক্টিভিটি না থাকলেও ইউজাররা ফোন করতে পারবেন। টেকনো সংস্থার একটি স্পার্ক গো ২ ফোন থেকে আরেকটি স্পার্ক গো ২ ফোনে এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও পোভা সিরিজের ফোনে এই সুবিধা পাবেন। দুটো পোভা সিরিজের ফোনের মধ্যেও এই পরিষেবা পাওয়া যাবে।
- টেকনো স্পার্ক গো ২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।























