Lenovo Legion Y700 Ultimate Edition: লেনোভোর নতুন ট্যাবে রঙ পরিবর্তন হবে 'রেয়ার প্যানেলে'-র, জানুন বিস্তারিত
Lenovo Tab: চিনে লেনোভো সংস্থা তাদের নতুন ট্যাব Lenovo Legion Y700 Ultimate Edition লঞ্চ করেছে। অন্যান্য দেশে কবে লঞ্চ হবে তা জানা যায়নি।
Tab: লেনোভো (Lenovo) সংস্থা চিনে তাদের নতুন ট্যাবলেটের (Tab) ডিজাইন, লুক এবং দাম প্রকাশ করেছে। লেনোভোর Legion Y700 Ultimate Edition- ট্যাবের ডিজাইন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই ট্যাবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এই ট্যাবের মূল আকর্ষণ হল ‘কালার চেঞ্জিং গ্লাস ব্যাক’। অর্থাৎ ট্যাবের রেয়ার বা ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে। আর ট্যাবের পিছনের অংশ স্বচ্ছ কাচের মতো দেখতে হবে। RGB lighting- এর এফেক্ট থাকবে এই ট্যাবের রেয়ার প্যানেলে। লেনোভো সংস্থার দাবি তাদের নতুন Legion Y700 Ultimate Edition ট্যাবে গেম খেলার সময় ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে। এছাড়াও বলা হচ্ছে এই ট্যাবে একটি ক্রোম শেল এক্সটিরিয়র ডিজাইন থাকবে। আর থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে।
লেনোভো Legion Y700 Ultimate Edition ট্যাবের দাম
ভারতীয় মুদ্রায় লেনোভো সংস্থার এই নতুন ট্যাবের দাম প্রায় ৪৩,৩০০ টাকা। Ice White এবং Glare Blue- এই দুই রঙে লঞ্চ হবে ট্যাবলেটটি। থাকবে একটি রেয়ার গ্লাস প্যানেল। তবে লেনোভোর এই ট্যাব বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। আপাতত চিনেই লঞ্চ হয়েছে এই ট্যাব। চলতি বছর চিনে লঞ্চ হয়েছে লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ গেমিং ট্যাবলেট। বলা হচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে আলটিমেট এডিশন, স্ট্যান্ডার্ড এডিশনের মতোই হবে।
Lenovo Legion Y700 Ultimate Edition ট্যাবের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ৮.৮ ইঞ্চির একটি এলসিডি প্যানেল রয়েছে এই ট্যাবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে এই ট্যাবে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
- ট্যাবের রেয়ার প্যানেলের রঙ পরিবর্তন হবে ভিডিও গেম খেলার সময়, এমনটাই দাবি লেনোভো সংস্থার।
- ১৩ মেগাপিক্সেলের একটিই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে লেনোভোর নতুন ট্যাবে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেনসর।
- লেনোভোর নতুন ট্যাবে একটি ৬৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ৫৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- বাজারে আসছে রেডমির নতুন নোট, লঞ্চের আগে ফাঁস একাধিক বৈশিষ্ট্য