iPhone 256 GB: একটু বেশি স্টোরেজের আইফোন কিনতে চান? দেখে নিন কোন কোন মডেলে ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে
Apple iPhone: চলুন দেখে নেওয়া যাক ২৫৬ জিবি স্টোরেজ কোন কোন আইফোনে রয়েছে এবং তার অন্যান্য ফিচার ও সর্বোচ্চ দাম।
iPhone 256 GB: আপনি কি আইফোন (Apple iPhone) প্রেমী? সেই সঙ্গে ফোনে একটু বেশি স্টোরেজ হলে ভালই হয়। তাহলে ২৫৬ জিবি (256 GB Storage) স্টোরেজ সম্পন্ন বেশ কয়েকটি আইফোন মডেল রয়েছে ভারতের বাজারে। আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪- সমস্ত আইফোন সিরিজেই রয়েছে ২৫৬ জিবি স্টোরেজের মডেল। চলুন দেখে নেওয়া যাক ২৫৬ জিবি স্টোরেজ কোন কোন আইফোনে রয়েছে এবং তার অন্যান্য ফিচার ও সর্বোচ্চ দাম।
অ্যাপেল আইফোন ১৩ (২৫৬ জিবি) - নীল
এই আইফোনে একটি ১৫ সেন্টিমিটার অর্থাৎ ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এর সঙ্গে রয়েছে অ্যাডভান্সড ডুয়াল ক্যামেরা সিস্টেম। সেখানে ১২ মেগাপিক্সেলের ওয়াইডেবং আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। এই ক্যামেরায় ফটোগ্রাফিক স্টাইল, স্মার্ট এইচডিআর ৪, আইট মোড, ৪কে ডলবি ভিশন এইচডিআর রেকর্ডিং ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট যা আশ্বাস দেয় যে এই আইফোন আলোর মতো দুরন্ত গতিতে কাজ করবে। আইফোন ১৩ (২৫৬ জিবি স্টোরেজ, নীল রঙ)- এই মডেলের সর্বোচ্চ দাম ৬৯,৯০০ টাকা হতে পারে।
অ্যাপেল আইফোন ১৫ (২৫৬ জিবি) - কালো
নতুন এই আইফোন মডেলে রয়েছে ডায়য়ামিক আইল্যান্ড ফিচার। তার সঙ্গে বিভিন্ন অ্যালার্ট পাওয়ার সুবিধা এবং লাইভ অ্যাক্টিভিটি সহজ-সাবলীল ভাবে বোঝা যায়। অন্য ধরনের ডিজাইনের সঙ্গে এই আইফোনে রয়েছে ডিউরেবল কালার ইনফিউসড গ্লাস, অ্যালুমিনিয়াম এবং সেরা শিল্ড ফ্রন্ট। এর ফলে একটু শক্তপোক্ত হবে ফোন। ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে এই ফোনে। সূর্যের আলোতে এই ফোন ২ গুণ উজ্জ্বল হয়ে যাবে। আর সেই সঙ্গে ইউজারের ভিস্যুয়াল এক্সপিরিয়েন্স অর্থাৎ কোনও কিছু দেখার অভিজ্ঞতা ভাল হবে। আইফোন ১৫- র এই মডেলে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এখানে। এর সঙ্গে রয়েছে ২এক্স টেলিফটো লেন্স যা হাই রেজোলিউশনের ঝকঝকে ভাল ছবি তুলতে পারে। এ১৭ বায়োনিক চিপ রয়েছে এই আইফোনে। সর্বোচ্চ রিটেল প্রাইস ৮৯,৯০০ টাকা।
অ্যাপেল আইফোন ১৫ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) - ব্লু টাইটেনিয়াম
আইফোনের এই মডেলে একটি টেক্সচার্ড ম্যাট গ্লাস ব্যাক এবং সামনে সেরামিকের শিল্ড রয়েছে। এই ফোনে ৬.৬ ইঞ্চির দুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে তার সঙ্গে রয়েছে ProMotion ফিচারের সাপোর্ট। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ব্যতিক্রমী গ্রাফিক্সের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট লক্ষ্যণীয়। এই আইফোনে রয়েছে এ১৭ প্রো চিপসেট যা দুর্দান্ত পারফরম্যান্স দেয়। এছাড়াও রয়েছে শক্তিশালী প্রো ক্যামেরা সিস্টেম যেখানে ৭টি লেন্স দেখা যায়। এই প্রিমিয়াম আইফোনের দাম ১,৫৯,৯০০ টাকা।
অ্যাপেল আইফোন ১৪ (স্টারলাইট, ২৫৬ জিবি)
এই আইফোনে রয়েছে একটি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। আর রয়েছে এ১৫ বায়োনিক চিপ। ইউজারের ভিউ এক্সপিরিয়েন্স আরামদায়ক হবে। ১২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। মাত্র ৩০ মিনিটে ফোনে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। Siri, Face ID এইসব ফিচার আগে থেকেই রয়েছে এই ফোনে। এটি একটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট আইফোন। এই আইফোনের দাম ৭৯,৯০০ টাকা।
অ্যাপেল আইফোন ১২ (কালো, ২৫৬ জিবি)
আইফোনের এই মডেলে রয়েছে ১৫.৪৯ সেন্টিমিটার (৬.১ ইঞ্চির) Super Retina XDR ডিসপ্লে। এ১৪ বায়োনিক চিপ রয়েছে এই আইফোনে। এই প্রিমিয়াম মডেলে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যেখানে নাইট মোড এবং 4K Dolby Vision HDR রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। রয়েছে সেরামিকের শিল্ড। এর সঙ্গে রয়েছে অল স্ক্রিন OLED ডিসপ্লে যার দাম ৬৪,৯০০ টাকা।
আরও পড়ুন- ভারতে এখন ২৫ হাজার টাকার কমে পেয়ে যাবেন এই ৫টি ফোন, রইল তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।