Threads App: থ্রেডস অ্যাপে আসতে চলেছে ট্যুইটারের জনপ্রিয় ফিচার 'ডিরেক্ট মেসেজ'
Direct Message: থ্রেডস আদতে একটি টেক্সট ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইউজারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেই লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়েই থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে পারবেন ইউজাররা।
Threads App: ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে মেটা (Meta) লঞ্চ করেছে থ্রেডস (Threads)। জুলাই মাসের প্রথম দিকেই এই অ্যাপ লঞ্চ হয়েছে। তবে এমন অনেক ফিচারই রয়েছে যা থ্রেডসের মধ্যে নেই অথচ ট্যুইটারে রয়েছে। ট্যুইটারের বেশ জনপ্রিয় ফিচার ডিরেক্ট মেসেজ (Direct Message) বা ডিএম। এই ফিচার এতদিন থ্রেডসে ছিল না। তবে শোনা যাচ্ছে, এবার এই ফিচার থ্রেডস মাধ্যমেও যুক্ত হতে চলেছে। সম্প্রতি ইন্সটাগ্রামের প্রধান Adam Mosseri একথা ঘোষণা করেছেন। থ্রেডস আদতে একটি টেক্সট ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইউজারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে সেই লগ-ইন ক্রেডেন্সিয়াল দিয়েই থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে পারবেন ইউজাররা।
থ্রেডসে আসছে ডিরেক্ট মেসেজ ফিচার
সোশ্যাল মিডিয়া মাধ্যমে ব্যক্তিগত স্তরে কোনও ইউজারকে মেসেজ করে যোগাযোগের বিষয়টি অনেকক্ষেত্রেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর ট্যুইটারের ডিএম ফিচার যথেষ্ট জনপ্রিয়। সেক্ষেত্রে তারই প্রতিদ্বন্দ্বী মাধ্যম থ্রেডসে ডিএম ফিচার না থাকলে ইউজারদের কাছে এই সোশ্যাল মিডিয়া মাধ্যম বেশি আকর্ষণীয়ও হবে না। আর তাই লঞ্চের একমাসের মধ্যেই থ্রেডসে ডিরেক্ট মেসেজ ফিচার যুক্ত করতে চলেছে কর্তৃপক্ষ।
জনপ্রিয়তা কমছে থ্রেডস অ্যাপের?
লঞ্চের পর থেকে প্রাথমিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল থ্রেডস অ্যাপ। এই অ্যাপ লঞ্চ হয়েছে গত ৬ জুলাই। আর তার ৫ দিনের মধ্যেই এই অ্যাপে ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি সাইন-আপ হয়ে গিয়েছিল। ঝড়ের গতিতে বেড়েছিল থ্রেডস অ্যাপের জনপ্রিয়তা। লঞ্চের দিন কয়েক ঘণ্টার ট্রেন্ড দেখেই সেই আভাস পাওয়া গিয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কয়েক মিলিয়ন সাইন-আপ হয়েছিল এই অ্যাপে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছিল থ্রেডস অ্যাপ ডাউনলোড এবং লগ-ইনের সংখ্যা।
তবে সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, অর্ধেকের বেশি ইউজার নাকি খুইয়েছে থ্রেডস অ্যাপ। অর্থাৎ ১০০ মিলিয়নের বেশি ইউজার অ্যাপে সাইন-ইন বা লগ-ইন করলেও অ্যাপ ব্যবহার করছেন না অর্ধেকের বেশি ইউজার। এই বিষয়টি মোটেও ভালভাবে দেখছেন না মেটা সিইও মার্ক জুকেরবার্গ।
থ্রেডস অ্যাপের বিভিন্ন ফিচার
অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই অ্যাপ সাপোর্ট করছে। টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ হল থ্রেডস। এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত পোস্ট লেখা যাবে। সেই সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও পোস্ট করা যাবে। ৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে থ্রেডস অ্যাপে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়েই সব কাজ করা যাবে। ইন্সটাগ্রামের ইউজার নেমই থাকবে থ্রেডসে। এমনকি ইউজারের ফলোয়ারদেরও স্থানান্তরিত করার সুবিধা রয়েছে। অর্থাৎ থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে চাইলে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
আরও পড়ুন- ফ্রি-তে পাবেন ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, তাও আবার ৩ মাসের জন্য, কীভাবে?