Smartphones Under Rs 30000: ৩০ হাজার টাকার কমে অ্যামাজনের গ্রেট রিপাবলিক সেলে কোন কোন ৫জি ফোন কিনতে পারবেন?
Amazon Great Republic day Sale 2024: অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ৩০ হাজার টাকার কমে কোন কোন সংস্থার ৫জি ফোন পাওয়া যাচ্ছে, রইল তারই তালিকা।
Smartphones Under Rs 30000: সমস্ত ইউজারদের জন্য শুরু হয়েছে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic day Sale 2024)। জনপ্রিয় ই-কমার্স সংস্থার এই সেলে ৩০ হাজার টাকার (Smartphones Under Rs 30,000) কমে কোন কোন ফোন কেনা যাচ্ছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে অ্যামাজনের রিপাবলিক ডে সেল ২০২৪। এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনের দাম কমে ৩০ হাজার টাকার কম হয়েছে।
ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন
এই ফোন অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়। এই ফোন দেশে লঞ্চ হয়েছিল ৩৩,৯৯৯ টাকা। অর্থাৎ ৭০০০ হাজার টাকা ছাড় রয়েছে। এর মধ্যে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফারও।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন
স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোন অ্যামাজনের সেল থেকে ২৫,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে এই ফোন কিন্তু ভারতে লঞ্চ হয়েছিল ৩০,৯৯৯ টাকায়। অর্থাৎ ৫০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
আইকিউওও নিও ৭ ৫জি ফোন
ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। তাদের নিও সিরিজের মডেল আইকিউওও নিও ৭ একটি ৫জি। এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২৯,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে এই ফোন কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। অর্থাৎ ৬ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।
টেকনো ক্যামন ২০ প্রিমিয়ার ৫জি ফোন
ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ২৯,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনের সেলে রয়েছে ৬০০০ টাকা ছাড়। ফলে এখন কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। ৫জি ফোন কেনার পরিকল্পনা থাকলে এই ফোন কিনতে পারেন অ্যামাজন থেকে।
রিয়েলমি নারজো ৬০ প্রো ফোন
রিয়েলমির এই ফোন অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কেনা যাবে ২১,৯৯৯ টাকায়। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ২৩,৯৯৯ টাকায়। অর্থাৎ এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন।
ভিভো ওয়াই২০০ ৫জি ফোন
ভিভোর এই ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২১,০০০ টাকায়। তবে এখন অ্যামাজনের সেলে কেনা যাবে ২০,৪৯৯ টাকায়। অর্থাৎ এক্ষেত্রে ক্রেতারা ছাড় পাবেন ১৫০০ টাকা।
আরও পড়ুন- অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে ২০ থেকে ৩০ হাজারের মধ্যে কোন কোন ফোন কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।