Tweet Character: ট্যুইট করার ক্ষেত্রে বাড়তে পারে ক্যারেক্টার সংখ্যা, আভাস দিলেন ইলন মাস্ক
Twitter Features: প্রথমদিকে ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল। শোনা যাচ্ছে, এবার এই সংখ্যা বেড়ে ৪২০ হতে পারে।
Twitter: অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। আর তারপর থেকে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। শোনা যাচ্ছে ট্যুইট করার ক্ষেত্রে এবার ক্যারেক্টার (Twitter Character) সংখ্যা বাড়াতে চলেছেন ইলন মাস্ক। বর্তমানে ২৮০ ক্যারেক্টার ব্যবহার করে ট্যুইট করতে পারেন ইলন মাস্ক। তবে তা বাড়িয়ে ৪২০ করা হবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি ইলন মাস্ক এও জানিয়েছেন যে ট্যুইটারে যেসব অ্যাকাউন্ট আগেই নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। ট্যুইটারের নতুন ভার্সান অর্থাৎ ট্যুইটার ২.০- এর ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বেড়ে ৪২০ হতে পারে খুব তাড়াতাড়ি, হয়তো এক সপ্তাহের মধ্যেই। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। প্রথমদিকে ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল।