Twitter: ট্যুইটারেও এবার ভিডিও কলের সুবিধা, আরও একাধিক পরিষেবা ঘোষণা ইলন মাস্কের!
Elon Musk: এবার থেকে এই মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমেও করা যাবে ভিডিও কল, ভয়েজ কল।

নয়া দিল্লি: ট্যুইটারে (Twitter) এবার বড় চমক আসতে পারে। সংস্থা প্রধান ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছেন এবার থেকে এই মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমেও করা যাবে ভিডিও কল, ভয়েজ কল। শুধু ভিডিও কল (Video Call) নয়, ভয়েজ কল (Voice Call), এনক্রিপ্টেড মেসেজিং সহ আরও একাধিক আধুনিক ফিচারে এবার সেজে উঠতে চলেছে ট্যুইটার, এমনটাই জানিয়েছেন ইলন মাস্ক।
গত বছর, মাস্ক "টুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপ" এর জন্য পরিকল্পনাগুলি জানিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এর মাধ্যমে আগামী দিনে এনক্রিপ্টেড বার্তা (ডিরেক্ট মেসেজ), বেশি শব্দের ট্যুইট, ট্যুইটার পে-এর মতো ফিচারও আনার পরিকল্পনা চলছে।
মঙ্গলবার একটি ট্যুইট বার্তায় মাস্ক বলেছেন, 'খুব তাড়াতাড়ি এই প্ল্যাটফর্ম থেকে ভয়েজ ও ভিডিও কল করা যাবে। যাতে আপনি বিশ্বের যেকোন জায়গায় লোকেদের সঙ্গে ফোন নম্বর না নিয়েও কথা বলতে পারবেন।'
টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, টুইটারে কল বৈশিষ্ট্যটি মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটিকে মেটার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। মাস্ক বলেছেন যে এনক্রিপ্ট করা মেসেজগুলির আপডেট বুধবার থেকেই ট্যুইটারে পাওয়া যাবে।
On this platform, unlike the one-way street of broadcast, people are able to interact, critique and refute whatever is said.
— Elon Musk (@elonmusk) May 9, 2023
And, of course, anything misleading will get @CommunityNotes.
I also want to be clear that we have not signed a deal of any kind whatsoever. Tucker is… https://t.co/0TMjuYnKUp
তবে এই ফিচার্সের পাশাপাশি যে অ্যাকাউন্টগুলি কয়েক বছর ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে সেগুলিকেও সরিয়ে ফেলা হবে। অর্থাৎ টুইটারেও 'পরিষ্কার প্রক্রিয়া' শুরুর কথা জানিয়েছেন ইলন মাস্ক।
আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!
আর এর ফলে ট্যুইটার ইউজারদের ফলোয়ার্স সংখ্যা কমতে পারে। টুইটারের নীতি অনুসারে, দীর্ঘস্থায়ী নিষ্ক্রিয়তার কারণে স্থায়ী অপসারণ এড়াতে ব্যবহারকারীদের ৩০ দিনে অন্তত একবার তাদের অ্যাকাউন্টে লগ ইন করা উচিত।






















