![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Twitter: ব্লু সাবস্ক্রাইবারদের সঙ্গে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের তথ্য শেয়ার করবে ট্যুইটার, ঘোষণা ইলন মাস্কের
Elon Musk: ইলন মাস্ক ট্যুইটারের সিইও হওয়ার পর থেকে টাকা দিয়ে ইউজাররা ব্লু টিক ভেরিফিকেশন কিনতে পারেন। আগে বিষয়টা ছিল অন্যরকম।
![Twitter: ব্লু সাবস্ক্রাইবারদের সঙ্গে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের তথ্য শেয়ার করবে ট্যুইটার, ঘোষণা ইলন মাস্কের Twitter will start sharing ad revenue with Blue subscribers Says Elon Musk Know in Details Twitter: ব্লু সাবস্ক্রাইবারদের সঙ্গে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের তথ্য শেয়ার করবে ট্যুইটার, ঘোষণা ইলন মাস্কের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/22/81021b5e6e1565a0eaff0c49116c04771669091383475555_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Twitter: ট্যুইটার ইউজার অর্থাৎ ট্যুইটারিয়ানদের জন্য নতুন ঘোষণা করেছেন ইলন মাস্ক (Elon Musk)। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক জানিয়েছেন, এবার থেকে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription) থাকা ইউজারদের সঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষ বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের (ad revenue) তথ্য শেয়ার করবে। ইলন মাস্ক জানিয়েছেন, ক্রিয়েটরদের ক্ষেত্রে রিপ্লাই থ্রেডে যে বিজ্ঞাপন আসে তার থেকে প্রাপ্ত আয়ের প্রসঙ্গে ক্রিয়েটরদের সঙ্গে তথ্য শেয়ার করা হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য অতি অবশ্যই ট্যুইটার অ্যাকাউন্ট ব্লু টিক ভেরিফায়েড হওয়া প্রয়োজন। অর্থাৎ যে ইউজার ট্যুইটারের সুবিধা পেতে চাইবেন তাঁকে ট্যুইটার ব্লু ভেরিফায়েডের সাবস্ক্রাইবার হতে হবে।
ট্যুইটার ব্লু ভেরিফায়েড
ইলন মাস্ক ট্যুইটারের সিইও হওয়ার পর থেকে টাকা দিয়ে ইউজাররা ব্লু টিক ভেরিফিকেশন কিনতে পারেন। আগে বিষয়টা ছিল অন্যরকম। ইউজাররা ব্লু টিক চেয়ে ট্যুইটার কর্তৃপক্ষকে আবেদন জমা দিতেন। তারপর ভেরিফিকেশনের ভিত্তিতে ইউজারদের ব্লু টিক প্রদান করা হয়। তবে এখন যেকোনও ইউজার অর্থের বিনিময়ে ট্যুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাবেন। প্রথম ধাপে এই পেইড ব্লু টিক একবার চালুর পর বন্ধও করেছিল ট্যুইটার কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত এই ফিচার চালু হয়ে গিয়েছে ট্যুইটারে।
ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একের পর এক পরিবর্তন চলছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ইতিমধ্যেই ট্যুইটারে ব্লু সাবস্ক্রিপশন (Blue Subscription) চালু হয়েছে। অর্থাৎ এখন টাকার বিনিময়ে ইউজাররা ব্লু টিক কেনার সুযোগ পাবেন। তার ফলে সব ইউজারদের কাছেই ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়ার সুবিধা থাকছে। তবে এবার আরও বেশি খরচের ব্লু সাবস্ক্রিপশন চালু হতে চলেছে ট্যুইটারে। সম্প্রতি এমনই আভাস পাওয়া গিয়েছে। ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটারে যেসব ইউজার এই বেশি মূল্যের ব্লু সাবস্ক্রিপশন নেবেন তাঁরা zero ads- এর সুবিধা পাবেন। অর্থাৎ ট্যুইটারের মধ্যে কোনও বিজ্ঞাপন দেখতে হবে না ওই ইউজারদের। তবে ট্যুইটারের এই নতুন প্ল্যান কবে চালু হবে, ইউজাররা zero ads ছাড়া আর কী কী সুবিধা পাবেন, কোনও কিছুই এখনও সঠিক ভাবে জানা যায়নি। শুধুমাত্র ইলন মাস্ক নিজের ট্যুইটে ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে আরও বেশি খরচের ব্লু সাবস্ক্রিপশন আসতে চলেছে ট্যুইটার। এর আগে গতবছর ডিসেম্বর মাসে মাস্ক ঘোষণা করেছিলেন যে ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হলে ইউজাররা ফিডের মধ্যে আগের তুলনায় অর্ধেক বিজ্ঞাপন দেখতে পাবেন। আর এই ফিচারে কোনও বিজ্ঞাপন দেখা না যাওয়ার আভাসও দিয়েছিলেন ইলন মাস্ক। no advertisements ভিত্তিতেও চালু হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালেই চালু হবে এই ফোন।
আরও পড়ুন- স্মার্টওয়াচে ক্যামেরা! গ্যাজেট প্রেমীদের জন্য নতুন চমক মেটা-র
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)