Meta Smartwatch: স্মার্টওয়াচে ক্যামেরা! গ্যাজেট প্রেমীদের জন্য নতুন চমক মেটা-র
Smartwatch: শোনা যাচ্ছে, কাস্টোমাইজড অ্যান্ড্রয়েডের সাহায্যে মেটা স্মার্টওয়াচ পরিচালিত হবে। এছাড়াও শোনা গিয়েছে, মেটা- র প্রথম স্মার্টওয়াচে থাকতে পারে একটি কোয়ালকম প্রসেসর।
Meta Smartwatch: মেটা-র প্রথম স্মার্টওয়াচ (Meta Smartwatch) অনেকদিন ধরেই চর্চায় রয়েছে। শোনা গিয়েছে, এই আধুনিক ও উন্নত স্মার্টওয়াচে (Smartwatch) নাকি থাকতে পারে ডুয়াল ক্যামেরা। ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশন মেটা (Meta) গতবছর তাদের প্রথম স্মার্টওয়াচ সংক্রান্ত যাবতীয় কাজ থামিয়ে দিয়েছিল বলে শোনা গিয়েছিল। তবে সূত্রের খবর, সম্প্রতি নাকি আবার মেটা কর্তৃপক্ষ এই প্রোজেক্ট নিয়ে কাজকর্ম শুরু করেছে। জনপ্রিয় এক টিপস্টার অনলাইনে মেটা স্মার্টওয়াচের ছবি প্রকাশ করেছে। তার সঙ্গে এই স্মার্টওয়াচে সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, কাস্টোমাইজড অ্যান্ড্রয়েডের সাহায্যে এই স্মার্টওয়াচ পরিচালিত হবে। এছাড়াও শোনা গিয়েছে, মেটা- র প্রথম স্মার্টওয়াচে থাকতে পারে একটি কোয়ালকম প্রসেসর।
মেটা- র স্মার্টওয়াচ
এই স্মার্টওয়াচে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন সমেত ডিসপ্লে থাকতে পারে। ওই নচ ডিজাইনের মধ্যেই থাকবে ক্যামেরা সেনসর। ডিটাচেবল ফ্রেম ডিজাইন থাকতে পারে এই স্মার্টওয়াচে। অর্থাৎ ফ্রেমের থেকে এই স্মার্টওয়াচ আলগা বা আলাদা করা যাবে। স্মার্টওয়াচের সাইডের অংশে থাকতে পারে বাটন যা নেভিগেশনের কাজে লাগবে। গতবছর অর্থাৎ ২০২২ সালেই এই স্মার্টওয়াচের লঞ্চ হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে গিয়েছে। বর্তমানে যেসমস্ত স্মার্টওয়াচ জনপ্রিয় যেমন- অ্যাপল ওয়াচ, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ- এর মধ্যে কোনওটিতেই ক্যামেরা নেই। যদি মেটা স্মার্টওয়াচ ক্যামেরা ফিচার নিয়ে লঞ্চ হয় তাহলে অনায়াসেই অন্যান্য সংস্থাকে জোরদার পাল্লা দেবে এই স্মার্টওয়াচ।
Noise Smartwatch: নয়েজ (Noise) সংস্থার নতুন স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হয়েছে ভারতে। নয়েজ ফিট ফোর্স লঞ্চ হয়েছে দেশে। এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং (Bluetooth Calling) ফিচার রয়েছে। নয়েজ ফিট ফোর্স স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৩২ ইঞ্চির হাই রেজোলিউশনের ডিসপ্লে। এছাড়াও রয়েছে AI ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট, একাধিক স্পোর্টস মোড, থিয়েটার মোড। সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। নয়েজের নতুন স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। Mist Grey, Jet Black, Teal Green- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে নয়েজ ফিট ফোর্স। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং GoNoise থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে।
Smartwatch: ভারতের বাজারে ক্রমশ বিভিন্ন কোম্পানির স্মার্টওয়াচ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছে Dizo Watch D2। জানা গিয়েছে, Dizo Watch D2 স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১৯৯৯ টাকায়। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি। প্রাথমিক ভাবে ২০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তাহলে এই স্মার্টওয়াচের দাম হবে ১৭৯৯ টাকা। তবে এই অফার সীমিত সময়ের জন্য বজায় থাকবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Dizo সংস্থার ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ডিপ ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch D2 স্মার্টওয়াচ।
আরও পড়ুন- ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ এবং টার্বো মডেলে কী কী ফিচার রয়েছে? তালিকায় রইল মিল এবং অমিল