Uber: তিনমাস আগে থেকে বুক করা যাবে ক্যাব, গ্রাহকদের সুবিধায় উবেরের নতুন পরিষেবা
Cab: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার পথে জড়িয়ে গিয়েছে উবের অ্যাপ ক্যাব।
Uber Cab: ধরুন আপনি ব্যস্ত সময়ে বিমানবন্দরে নেমেছেন। কিংবা দিনের সাংঘাতিক ব্যস্ত সময়ে আপনার ট্রেন পৌঁছেছে গন্তব্য স্টেশনে। সঙ্গে রঙে মালপত্র। এই অবস্থায় ক্যাব বুকিং করে ফের নিজের গন্তব্যে পৌঁছনো একটা ছোটখাটো যুদ্ধের সমান। কারণ যেকোনও শহরেই ব্যস্ত সময়ে ক্যাব বুকিং করে তা নাগালের মধ্যে পাওয়া দিনদিন অসম্ভব হয়ে উঠেছে। হয় চালক আপনার বুকিং নেবেন না। নয়তো তাঁর আসতে অগাধ সময় লাগবে, যা শুনে আপনিই বুকিং ক্যানসেল করবেন। অথবা চালক বুকিং নেওয়ার পরেও যাত্রীর কাছে পৌঁছবেন না। আমরা প্রায় সকলেই এই ঘটনার সঙ্গে ওয়াকিবহাল।
এই সমস্ত সমস্যা এড়ানোর জন্য যাত্রীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে উবের কর্তৃপক্ষ। সাধারণত উবেরের চাহিদা বেশি হলে একধাক্কায় খরচের পরিমাণও বেড়ে যায়। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে ঠেকায় পড়ে এবং সাধারণ উবের ক্যাব না থাকায় গ্রাহকরা প্রিমিয়াম বা এক্সএল বুক করতে একপ্রকার বাধ্য হন। এই সমস্ত ধরনের সমস্যা এড়ানোর জন্য এবার থেকে ৯০ দিন আগেই উবেরের মাধ্যমে ক্যাব বুক করতে পারবেন। একটি ব্লগপোস্টে উবের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বত্র গ্রাহকদের স্বাভাবিক সাবলীল পরিষেবা দেওয়াই তাদের সংস্থার লক্ষ্য। আর সেই জন্যই এবার ৯০ দিন আগে থেকে ক্যাব বুকিংয়ের সুযোগ দেওয়া হবে। অতএব বিমানবন্দরে খুবই ব্যস্ত সময়ে নামলেও আর অসুবিধা নেই। প্রায় তিনমাস আগে থেকেই ক্যাব বুক করে রাখা যাবে।
উবের অ্যাপের এই নতুন ফিচারের নাম উবের রিজার্ভ
এতদিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারের কথা ঘোষণা করেছে উবের কর্তৃপক্ষ। উবের রিজার্ভের মাধ্যমে গ্রাহক নিজের যাত্রার ৯০ দিন আগে থেকেই ক্যাব বুকিংয়ের সুবিধা পাবেন। নিজের গন্তব্যস্থান এবং লোকেশন দিয়ে গাড়ির চালক, ভাড়া সমস্ত তথ্যই আগাম জানার ব্যবস্থা থাকছে। তবে ভারতে এখনও এই পরিষেবা চালু হয়নি। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় চালু হয়েছে উবেরের এই পরিষেবা।