Upcoming Smartphones in April 2024: এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা
Smartphones: এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের দু'টি ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেগুলি হল স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি- এই দুই ফোন।
![Upcoming Smartphones in April 2024: এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা Upcoming Smartphones in April 2024 Here is the List You Should Check in Details Upcoming Smartphones in April 2024: এপ্রিল মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ স্মার্টফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? রইল তালিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/634d018186aaef6cefd567fc9f68b9b11711826704678485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Upcoming Smartphones in April 2024: এপ্রিল মাসে ভারতে একগুচ্ছ নতুন ফোন (Smartphones) লঞ্চ হতে চলেছে। অন্তত ছয় থেকে সাতটি নতুন ফোন লঞ্চের কথা রয়েছে এপ্রিল মাসে। তালিকায় রয়েছে মোটোরোলা, ওয়ানপ্লাস, স্যামসাং এবং আরও অনেক সংস্থার ফোন। এর মধ্যে কিছু ফোন বাজেট সেগমেন্টে (Budget Segment) লঞ্চ হবে। বাকি ফোন লঞ্চ হতে চলেছে মিড-রেঞ্জ (Mid-Range) সেগমেন্টে।
চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে
ওয়ানপ্লাস নর্ড সিই ৪
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের সাকসেসর মডেল হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে পয়লা এপ্রিল। ভারতীয় সময় সন্ধে ৬টা ৩০ মিনিটে এই ফোন লঞ্চ হবে। শোনা যাচ্ছে, ৩০ হাজার টাকার মধ্যেই এই ফোনের দাম হবে। অর্থাৎ এটি একটি মিড-রেঞ্জের ফোন হতে চলেছে। জানা গিয়েছে, এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড় সাইজের AMOLED ডিসপ্লে থাকবে। এখানে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, বড় এবং শক্তিশালী ব্যাটারি ও ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
রিয়েলমি ১২এক্স ৫জি
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন লঞ্চের পরের দিনই অর্থাৎ ২ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে। এখনও পর্যন্ত শোনা গিয়েছে, এই ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে থাকবে। লঞ্চের পর রিয়েলমি ১২এক্স ৫জি ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এই ফোনে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট, ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত), ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
মোটোরোলা এজ ৫০ প্রো
এই ফোনে লঞ্চ হবে ৩ এপ্রিল। ভারতে মোটোরোলা এই ফোন লঞ্চ করতে চলেছে মিড-রেঞ্জ সেগমেন্টে। মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এছাড়াও এই ফোএ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এর পাশাপাশি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে একটি টেলিফটো লেন্স।
মোটোরোলা এজ ৫০ ফিউশন
এই ফোন মোটোরোলা এজ ৫০ প্রো মডেলের সঙ্গে ৩ এপ্রিলই ভারতে লঞ্চ হবে মিড-রেঞ্জ সেগমেন্টে। এই ফোনে বড় সাইজের pOLED স্ক্রিন থাকতে পারে। প্রসেসর কী থাকবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে বড় সাইজের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট।
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি
ভারতে খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। যদিও অনুমান, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হয়তো এই ফোন লঞ্চ হবে ভারতে। বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে এই মডেল। দাম হতে পারে ২০ হাজার টাকার কম। স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং বড় সাইজের AMOLED ডিসপ্লে থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি
এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জান যায়নি। মিড-রেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পাএ ১২০ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট থাকতে পারে। এর পাশাপাশি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে।
ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি
এপ্রিল মাসে ইনফিনিক্সের এই ৫জি ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। মিড-রেঞ্জে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে কার্ভড AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট এবং বড় ও শক্তিশালী ব্যাটারি ও ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- ভারতে কত হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম? লঞ্চের আগেই ফাঁস, দেখে নিন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)