Vivo Foldable Phone: ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে?
Vivo X Fold 3 Pro: ভারতে লঞ্চের পর ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ৮ ইঞ্চির ইনার ফোল্ডিং স্ক্রিন থাকতে চলেছে।
Vivo Foldable Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন (Vivo Foldable Smartphone)। আগামী ৬ জুন লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো (Vivo X Fold 3 Pro)। বইয়ের মতো ভাঁজ (Book Style Foldable Phone) করা যাবে এই ফোন। মার্চ মাসে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। এই প্রথম দেশে ফোল্ডেবল ফোন লঞ্চ করবে ভিভো সংস্থা। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। এছাড়াও থাকবে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ৮ ইঞ্চির ইনার ফোল্ডিং স্ক্রিন (Inner Folding Screen) থাকতে চলেছে। আর থাকবে ৫৭০০ এমএএইচ ব্যাটারি। ভারতে লঞ্চের পর ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে।
ভারতে প্রথমবার ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, দাম কত হতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের
চিনে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল CNY 9,999- ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,১৬,০০০ টাকা। ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের দাম কত হবে তা এখনও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের দাম চিনের ভ্যারিয়েন্টের মতো হতে পারে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও।
কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে
ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে থাকতে চলেছে এআই ফিচার। গুগলের Gemini AI ফিচারের সাপোর্ট থাকবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে। এআই নোট অ্যাসিস্ট, এআই ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, এআই স্ক্রিন- এইসব ফিচারের সাপোর্ট থাকতে চলেছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের আলট্রা সেনসিং প্রাইমারি ক্যামেরা থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের থ্রি-এক্স টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির পোকো সংস্থার প্রথম ট্যাব, কী কী ফিচার রয়েছে পোকো প্যাড মডেলে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।