Vivo Foldable Smartphone: ভিভোর প্রথম ফোল্ডেবল ফোন হাজির ভারতে, কেনার জন্য কী কী অফার পাবেন?
Vivo X Fold 3 Pro: এই ফোন দেশে লঞ্চ হয়েছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯৯৯ টাকা। Celestial Black রঙে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে।
Vivo Foldable Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন (First Vivo Foldable Phone)। এর আগে শুধু চিনে ফোল্ডেবল ফোনগুলি (Foldable Smartphones) লঞ্চ করেছিল ভিভো সংস্থা। তবে এই প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো (Vivo X Fold 3 Pro) মডেল। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে রয়েছে ৮.০৩ ইঞ্চির ইনার স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের দাম কত
এই ফোন দেশে লঞ্চ হয়েছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ১,৫৯,৯৯৯ টাকা। Celestial Black রঙে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট, অ্যামাজন এবং ফ্লিপকার্ট এই দুই ই-কমার্স সংস্থার ভিভোর ফোল্ডেবল ফোনের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী ১৩ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে।
ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন কেনার জন্য কী কী অফার রয়েছে
ভিভো সংস্থা ক্রেতাদের ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেবে। সেক্ষেত্রে এইচডিএফসি এবং এসবিআই কার্ডে ফোন কিনতে হবে। ক্রেতারা ১০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এছাড়াও থাকছে একবার বিনামূল্যে স্ক্রিন বদলে নেওয়া সুযোগ। এর পাশাপাশি ২৪ মাসের জন্য নো-কস্ট ইএমআইয়ের সুবিধা রয়েছে। ক্রেতাদের প্রতি মাসে দিতে হবে ৬৬৬৬ টাকা।
কী কী ফিচার রয়েছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে
- এই ফোনে ৬.৫৩ ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ এবং Funtouch OS 14- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- ফোনের সামনের অংশ গ্লাস বা কাচ দিয়ে তৈরি। আর ব্যাক প্যানেল তৈরি হয়েছে গ্লাস ফাইবার দিয়েছে। মাঝের অংশে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় উপকরণ দিয়ে।
- ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর, যার সঙ্গে থ্রি এক্স জুম যুক্ত। আর রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর। কভার এবং ইনার বা মেন স্ক্রিন দু'ক্ষেত্রেই রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ৫৭০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। তার সঙ্গে ১০০ ওয়াটের এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।