Vivo Phones: শক্তিশালী ব্যাটারি, দুটো 50MP ক্যামেরা সেনসর নিয়ে ভারতে হাজির ভিভোর নতুন ফোন, কী কী অফার পাবেন?
Vivo T4 Pro: ২৯ অগস্ট থেকে শুরু হতে চলেছে বিক্রি। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং বেশ কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে ভিভোর নতুন ফোন।

Vivo Phones: ভিভো টি৪ প্রো ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। তার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এছাড়াও ভিভো টি৪ প্রো ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি যার সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট রয়েছে। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। অনেক AI ফিচারের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। ভিভো টি৪ প্রো ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে।
ভারতে ভিভো টি৪ ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ২৯,৯৯৯ টাকা এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩১,৯৯৯ টাকা। Blaze Gold এবং Nitro Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো টি৪ প্রো ফোন। ২৯ অগস্ট থেকে শুরু হতে চলেছে বিক্রি। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং বেশ কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে ভিভোর নতুন ফোন।
এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এসবিআই- এর কার্ড ব্যবহার করে ফোন কিনলে ৩০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে ৩০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধা। ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই- এর সুবিধাও থাকছে ভিভো টি৪ প্রো ফোন কেনার জন্য। এর পাশাপাশি জিও ইউজাররা ১১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ভিভো টি৪ প্রো ফোনে ইউজাররা ১০টি ওটিটি অ্যাপের প্রিমিয়াম অ্যাকসেস পাবেন ২ মাসের জন্য।
ভিভো টি৪ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস quad-curved AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
- আগে থেকেই গুগল জেমিনি অ্যাপ ইনস্টল করা রয়েছে ভিভো টি৪ প্রো ৫জি ফোনে। একাধিক AI ফিচারের সাপোর্ট এই ফোন ব্যবহারের সময় পাবেন ইউজাররা।
- ভিভো টি৪ প্রো ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৩এক্স জুম) এবং ২ মেগাপিক্সেলের bokeh ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরের সাপোর্ট পাবেন ইউজাররা।






















