Vivo X70 series: ক্যামেরা কেন্দ্রিক ফোন, চিনে চমক দিল Vivo X70 series
টেক সাইট GSMArena.com-এর মতে, এবার Vivo X70 series-এ তিনটে ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি।তবে সাধারণ চোখে এর মধ্যে পার্থক্য করা খুব কঠিন।
বেজিং: ক্যামেরা কেন্দ্রিক ফোনে নয়া সংযোজন। এবার বাজারে X70 series আনল Vivo। ক্যামেরার পাশাপাশি এবার নতুন ফোনে থাকছে চমকে দেওয়ার মতো কিছু ফিচার। টেক সাইটগুলির মতে, শীঘ্রই ভারতে আসতে চলেছে এই নতুন ফোন।
X70, X70 Pro and X70 Pro+ এনেছে Vivo
টেক সাইট GSMArena.com-এর মতে, এবার Vivo X70 series-এ তিনটে ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি।তবে সাধারণ চোখে এর মধ্যে পার্থক্য করা খুব কঠিন। একমাত্র ক্যামেরার সংখ্যা বা বাম্প দেখে আলাদা করা যেতে পারে ফোনগুলিকে। আগের মতোই ক্যামেরা সেন্সরের দিকে বেশি জোর দিয়েছে ভিভো। তবে এবার বিল্ড কোয়ালিটির সঙ্গে গ্লসি ফিনিস চোখ কাড়বে সবার।
Vivo X70 series স্পেসিফিকেশন
Vivo X60 and X60 Pro-এর মতো একই ধরনের ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে নতুন সিরিজে। আগের মতো ৬.৬৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ফোনে দিয়েছে কোম্পানি। গেমারদের জন্য বিশেষ খেয়াল রেখেছে চিনা কোম্পানি। নতুন X70, X70 Pro-তে দেওয়া হয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট। তাই ডিসপ্লে বা ব্রাইটনেস নিয়ে সমস্যা হওয়ার কথা নয় ফোনে।Vivo X70 Pro-তে থাকছে Exynos 1080 প্রসেসর। তবে Mediatek Dimensity 1200 দেওয়া হয়েছে Vivo X70
-তে। এই সময়ে মিডিয়াটেকের বেস্ট প্রসেসর পেয়েছে এই ফোন।
কেমন ক্যামেরা রয়েছে Vivo X70 ফোনে
Vivo X70 মডেলে তিনটে ক্যামেরা দিয়েছে কোম্পানি। যার মধ্যে প্রাইমারি শ্যুটার রয়েছে ৪০ মেগাপিক্সেলের। বাকি ১২ মেগার আল্ট্রা ওয়াইড সেন্সর দিয়েছে ভিভো। এ ছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সবথেকে বড় বিষয় ২ এক্স অপটিক্যাল জুম দেওয়া হয়েছে ফোনে।
Vivo X70 Pro-এর ক্যামেরা
সব মিলিয়ে এই ফোনে চারটে ক্যামেরা দিয়েছে ভিভো। যার প্রাইমারি সেন্সর রয়েছে ৫০ মেগাপিক্সেলের।পাশাপাশি রয়েছে ১২ মেগার আল্ট্রা
ওয়াইড শ্যুটার। এছাড়াও ফোনে ২ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর দেওয়া হয়েছে ডিভাইসে। রয়েছে আরও একটা ৮ মেগার পেরিক্সোপ লেন্স।
Vivo X70 Pro+
ভিভোর এই নতুন ফোনে স্যামসাঙের ৬.৭৮ ইঞ্চির ই-৫ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।যা HDR সাপোর্ট দেবে ডিসপ্লেতে। স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আরও কোয়ালিটি ভালো হবে এই ডিসপ্লের। এখানেও ১২০ হার্টজের রিফ্রেস রেট রয়েছে ফোনে। তাই গেমিংয়ের সময় ফ্রেম ড্রপ করার কোনও চিন্তা থাকছে না।
আরও পড়ুন : FB and Whatsapp Private Messages: হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজ পড়ছে ফেসবুক, বিস্ফোরক দাবি রিপোর্টে
আরও পড়ুন : iPhone 13-এর দাম ফাঁস ! লঞ্চের আগেই প্রকাশ্যে ভ্যারিয়েন্ট