Vivo V21 Pro Launch: জুলাইয়েই বাজারে আসতে পারে Vivo V21 Pro
এবার ভারতের বাজারে Vivo V21e ৫জি ফোনের নতুন সংযোজন আনার উদ্যোগ। জেনে নিন বিস্তারিত তথ্য।
নয়া দিল্লি : সম্প্রতি ভারতের বাজারে এসেছে Vivo V21e ৫জি ফোন। এবার এই ফোনের নতুন সংযোজন আনার উদ্যোগ নিচ্ছে স্মার্টফোন উৎপাদনকারী এই সংস্থা। শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে ফোনের প্রো ভ্যারিয়েন্ট। মনে করা হচ্ছে, পরের মাসেই ভারতে লঞ্চ করবে এই ফোন। যদিও ফোনের স্পেসিফিকেশন সম্বন্ধে কিছু জানা যায়নি।
প্রকাশিত খবর অনুযায়ী, যদি Vivo V21 Pro স্মার্টফোন জুলাইয়েই বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে শীঘ্রই এর টিজার মুক্তি পাবে। তার পরেই জানা যাবে ফোনের স্পেসিফিকেশন এবং আত্মপ্রকাশের তারিখ। এর পাশাপাশি কোম্পানি প্রোমোও শেয়ার করতে পারে।
Vivo V21e 5G-র স্পেসিফিকেশন
Vivo V21e 5G স্মার্টফোনের ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড ডিসপ্লে আছে। রেজোলিউশন ১০৮০x2404 পিক্সেল। ফোনে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর। ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে সংস্থা। যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।
Vivo V21e 5G-র ক্যামেরা ও ব্যাটারি
ছবি তোলার জন্য ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Vivo V21e 5G স্মার্টফোনে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সলের। সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সলের। সেল্ফি নেওয়া এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা। 4000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে Vivo V21e 5G-তে। দাবি করা হচ্ছে যে, আধ ঘণ্টার মধ্যেই ফোনে ৭২ শতাংশ চার্জ দেওয়া সম্ভব।
প্রতিযোগী- OnePlus Nord CE 5G
ভারতে Vivo V21e 5G-র প্রতিযোগিতা OnePlus Nord CE 5G-র সঙ্গে। এই ফোনে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। ক্যামেরাটিও চমৎকার। প্রাইমারি ক্যামেরা ৬৪ এমপির, ২এমপির ডেপ্থ সেন্সর, এছাড়া সেল্ফির জন্য ১৬ এমপির ক্যামেরা। এই ওয়ানপ্লাস স্মার্টফোনটির ব্যাটারি 4500mAh-এর। এছাড়া ব্যাটারি সাপোর্ট Warp Charge 30T। RAM ৮ জিবির এবং স্টোরেজ ১২৮ জিবি। যার বাজারমূল্য ২৪ হাজার ৯৯৯ টাকা।