Vivo V25 Pro: ভিভোর নতুন ৫জি ফোনে রয়েছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, দেখুন অন্যান্য ফিচার ও দাম
Vivo 5G Phone: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ৫জি ফোন। দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন ও দাম।
Vivo V25 Pro: ভিভো ভি২৫ প্রো (Vivo V25 Pro) লঞ্চ হল ভারতে। ভিভো ভি২৫ সিরিজের (Vivo V25 Series) এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাম। ভিভোর এই স্মার্টফোনে (Vivo 5G Smartphone) রয়েছে ৫জি নেটওয়ার্কের সাপোর্ট। Funtouch OS 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে ভিভো ভি২৫ প্রো ফোন। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ সিরিজের এই ৫জি ফোন। এখানে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও জানা গিয়েছে, ডিসপ্লের উপর রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এর পাশাপাশি ভিভো ভি২৫ প্রো ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে ভিভো ভি২৫ প্রো ফোনের দাম, অফার এবং উপলব্ধতা
ভারতে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাবে ভিভোর অনলাইন স্টোর থেকে। শোনা গিয়েছে, Pure Black এবং Sailing Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৫ প্রো ফোন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনে এই ফোন কিনলে ৩৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি অতিরিক্ত এক্সচেঞ্জ অফার হিসেবে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
ভিভো ভি২৫ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে ব্লুটুথ ভি৫.২, জিপিএস, টাইপ- সি ইউএসবি পোর্ট, ওয়াই ফাই সাপোর্ট রয়েছে ভিভো ভি২৫ প্রো ফোনে। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
- ভিভো ভি২৫ প্রো ফোনে একটি ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৯০ গ্রাম। এই ফোনের পিছনের অংশে রয়েছে কালার চেঞ্জিং রেয়ার গ্লাস প্যানেল।
আরও পড়ুন- সাবধান ! এই অ্যাপে ঘটেছে বড় সাইবার হামলা, হ্যাকারের কাছে ব্যবহারকারীদের ফোন নম্বর