(Source: ECI/ABP News/ABP Majha)
Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো-র নতুন ৫জি ফোন, ক্যামেরায় রয়েছে আকর্ষণীয় ফিচার, দাম কত?
Vivo V40e: এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এছাড়াও রয়েছে একটি Aura Light ইউনিট।
Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৪০ই ফোন (Vivo V40e)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ভিভো ভি৪০ই ফোনে (Vivo Phones)। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসরের সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ভিভোর এই ফোনে। দুটো রঙে এবং দুটো স্টোরেজ অপশনে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৪০ই ফোন।
ভারতে ভিভো ভি৪০ই ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ - এই দুই রঙে ভিভো ভি৪০ই ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হবে। এছাড়াও কেনা যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে। ফ্লিপকার্ট এবং ভিভো- র অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন কেনার জন্য ক্রেতারা প্রি-বুকিংয়ের সুবিধাও পাবেন। অনলাইনে ফোন কিনলে নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাওয়া যাবে ৬ মাস পর্যন্ত। অথবা ক্রেতারা পাবেন ১০ শতাংশ এক্সচেঞ্জ বোনাস। এইচডিএফসি এবং এসবিআই কার্ড থাকলে ক্রেতারা ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন।
ভিভো ভি৪০ই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের স্ক্রিনে রয়েছে Wet Touch ফিচারের সাপোর্ট। অর্থাৎ ভেজা হাতেও ফোনের ডিসপ্লে ব্যবহার করা যাবে।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড - এর সাহায্যে পরিচালিত হবে ভিভো ভি৪০ই ফোন। ওজন প্রায় ১৮৩ গ্রাম।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এছাড়াও রয়েছে একটি Aura Light ইউনিট। এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিচারও রয়েছে এই ফোনে।
- ভিভোর এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জল এবং ধুলোয় সহজে ফোন নষ্ট হবে না।
- ভিভো ভি৪০ই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, জিপিএস, ওটিজি, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।