Vivo X Fold: আট ইঞ্চির বেশি স্ক্রিন; দুর্দান্ত স্পেকস, ভিভো আনছে এই ফোন
Vivo X Fold: বেশ কয়েকদিন ধরেই ভিভোর এই ফোন ঘিরে জল্পনা চলছিল বাজারে।Samsung Galaxy Z Fold সিরিজের মতো Vivo X Fold আট ইঞ্চির স্ক্রিন নিয়ে আসতে পারে।
Vivo X Fold: একসঙ্গে বাজারে আসতে চলেছে দুই বড় ফোন। 7 ইঞ্চির Vivo X Note-এর সঙ্গে আসছে Vivo X Fold। স্বাভাবিকভাবেই ভাঁজ করা ফোনের প্রযুক্তির কারণে এই ডিভাইসের দিকে নজর থাকবে টেক ব্লগারদের।
Vivo X Fold: এই প্রথম ফোল্ডেবল ফোন ভিভোর
বেশ কয়েকদিন ধরেই ভিভোর এই ফোন ঘিরে জল্পনা চলছিল বাজারে।Samsung Galaxy Z Fold সিরিজের মতো Vivo X Fold আট ইঞ্চির স্ক্রিন নিয়ে আসতে পারে। কোম্পানি এতে Snapdragon 870 প্রসেসর দিয়েছে। এর পাশাপাশি একটি ভিভোপ্যাড ট্যাবলেটও আনতে চলেছে এই চিনা কোম্পানি। এই মুহূর্তে এই ফোনটি কেবল চিনে লঞ্চ করা হয়েছে। এর গ্লোবাল লঞ্চ সম্পর্কে এখনও কোনও তথ্য দেয়নি কোম্পানি।
Vivo X Fold: কত দাম ও কী স্পেকস ফোনে ?
Vivo X Fold-এ একটি 8.03-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এর সেকেন্ডারি ডিসপ্লে 6.53 ইঞ্চির। ফোনে 3D আল্ট্রাসনিক ডুয়াল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন ক্রেতা। এতে Snapdragon 8 Gen প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ও 512 জিবি স্টোরেজের বিকল্প রয়েছে। Vivo X Fold-এ পাওয়ারের জন্য এতে একটি 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়া যায়।
Vivo X Fold: ক্যামেরা কেমন ফোনের ?
এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। ফোনে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। একটি 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছাড়াও 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেওয়া হয়েছে এই ডিভাইসে। এতে দেওয়া রেয়ার ক্যামেরা সেলফি ক্যামেরার মতো কাজ করে। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম সাপোর্ট সহ পাবেন ক্রেতা।
Vivo X Fold: ফোনে আর কী ফিচার ?
ফোনে ব্লুটুথ 5.2, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, একটি টাইপ-সি USB পোর্ট ও Beidou/GPS/GLONASS/Galileo/QZSS/NavIC ন্যাভিগেশন সিস্টেম সাপোর্ট করে এই ফোন। Vivo X
Fold-এ অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, গাইরো, ইলেকট্রনিক কম্পাস, ফিজিক্যাল জাইরোস্কোপ এবং লেজার ফোকাস সেন্সর, এয়ার প্রেসার সেন্সর দেওয়া হয়েছে।
Vivo X Fold: কত দাম ফোনের ?
Vivo Fold-এর 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 8999 ইউয়ান (প্রায় 1,07,500 টাকা) যেখানে এর 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 9999 ইউয়ান (প্রায় 1,19,500 টাকা) হতে পারে।
আরও পড়ুন : Google Maps: কোথায় আটকে আপনার ট্রেন ! এই সহজ ধাপে বলে দেবে গুগল ম্যাপস