Vivo Phones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভো এক্স২০০ সিরিজ, কোন কোন ফোন লঞ্চের সম্ভাবনা?
Vivo X200 Series: শোনা যাচ্ছে, নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে ভিভো এক্স২০০ সিরিজ। বেস মডেল আর প্রো ভ্যারিয়েন্ট লঞ্চের কথা শোনা গিয়েছে। প্রো মিনি মডেল লঞ্চ নাও হতে পারে।
Vivo Phones: অ্যান্ড্রয়েড ফোনে ঝাঁ-চকচকে ক্যামেরা ফিচার পাওয়ার জন্য অনেকেই ভিভো সংস্থার ফোন (Vivo Smartphones) কিনতে পছন্দ করেন। ভিভো সংস্থার 'এক্স' সিরিজের ফোনগুলিতে (Vivo X200 Series) রয়েছে নজরকাড়া ক্যামেরা ফিচার। ভাল ছবি তো তোলা যাবেই, তার সঙ্গে ছবি এডিট করার জন্য থাকে অসংখ্য আধুনিক ফিচার। এছাড়াও রাতে এবং কম আলোয় ভাল ছবি তোলার অনেক উন্নত ফিচারও লক্ষ্য করা যায় ভিভো সংস্থার ফোনে। তেমনই একটি স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে ভিভো সংস্থা। শোনা যাচ্ছে, ভারতে খুব তাড়াতাড়ি ভিভো এক্স২০০ সিরিজ লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে গত মাসে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে। চিনে এই স্মার্টফোন সিরিজের তিনটি মডেল লঞ্চ হয়েছে। সেগুলি হল ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এবং ভিভো এক্স২০০ প্রো মিনি।
শোনা যাচ্ছে, ভারতে ভিভো এক্স২০০ সিরিজ লঞ্চ হলেও সবগুলি ফোন লঞ্চ নাও হতে পারে। ভিভো এক্স ২০০ সিরিজের ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৪০০ প্রসেসরের সাহায্যে। এছাড়াও থাকবে Origin OS 5 UI সাপোর্ট। এর পাশাপাশি ইউজাররা পাবেন Zeiss ব্র্যান্ডের ক্যামেরা ফিচার। সূত্রের খবর, ভারতে ভিভো এক্স২০০ সিরিজ লঞ্চ হতে পারে আগামী মাসে, অর্থাৎ বছরের শেষে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। অনেকে আবার বলছেন নভেম্বর মাস অর্থাৎ চলতি মাসের একদম শেষদিকেও ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ। ভারতে এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হতে পারে ভিভো এক্স২০০ অর্থাৎ বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্ট অর্থাৎ ভিভো এক্স২০০ প্রো ফোন। চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স২০০ প্রো মিনি মডেল ভারতে লঞ্চ হবে না বলেই শোনা যাচ্ছে। এই ফোন অন্যান্য গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা তাও স্পষ্ট নয়।
ভিভো কর্তৃপক্ষ অবশ্য তাদের এক্স২০০ সিরিজের ভারতে লঞ্চ সম্পর্কে এবং কোন কোন ফোন লঞ্চ হবে সেই সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ভিভো এক্স২০০ সিরিজ ভারতে লঞ্চ হলেও কোন ফোনে কী কী ফিচার থাকবে, চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে মিল থাকবে, নাকি আলাদা হবে, সেই সম্পর্কেও বিশদে কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই আইফোনের মতো দেখতে ফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো, কোন কোন মডেল আসছে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।