Google rolls out Passkey: পাসওয়ার্ড ছাড়াই ঢোকা যাবে অ্যাকাউন্টে, গুগল আনল নতুন বৈশিষ্ট্য, কীভাবে জানেন ?
Tech News: পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে না। অ্যাকাউন্টে ঢোকার জন্য টাইপ করতে হবে না কোনও ক্যারেকটার। এবার থেকে পাসওয়ার্ড ছাড়াই ঢুকে যেতে পারবেন নিজের গুগল অ্যাকাউন্ট (Google Account)।
Tech News: পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে না। অ্যাকাউন্টে ঢোকার জন্য টাইপ করতে হবে না কোনও ক্যারেকটার। এবার থেকে পাসওয়ার্ড ছাড়াই ঢুকে যেতে পারবেন নিজের গুগল অ্যাকাউন্ট (Google Account)। সেরকমই নতুন সুবিধা দিতে চলেছে গুগল। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'পাস-কি'(Passkey)।
Google Rolls Out Passkey: গুগল, অ্যাপল, মাইক্রোসফটের নতুন ঘোষণা ?
২০২২ সালেই পাসকি-র বিষয়ে ঘোষমা করেছিল গুগল, অ্যাপল, মাইক্রোসফটের মতো কোম্পানি। বিশ্বের টেক জায়ান্টরা জানিয়ে দিয়েছিল, এবার নতুন পদ্ধতিতে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ব্যবহারকারীদের। সেই ক্ষেত্রে ইউজারকে বার বার পাসওয়ার্ড মনে করারও প্রয়োজন পড়বে না। একটি অনন্য় ডিজিটাল কি-র সঙ্গে যুক্ত থাকবে আপনার অ্যাকাউন্ট। এটা অনেকটা FIDO অথেন্টিকেশনের মতো হবে।
Google New Technology: কতটা সুরক্ষিত এই 'পাসকি'
সবচেয়ে ভাল বিষয় হল, এই 'পাসকি' আপনার ডিভাইসেই সুরক্ষিত থাকবে। পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে এই চাবি তৈরি করা হয়েছে। যাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্টও রয়েছে। যার অর্থ, এই চাবির তল পাওয়া প্রতারকদের কাছে প্রায় অসম্ভব। অ্যাপল গত বছর আইওএস 16 লঞ্চের সঙ্গে পাসকিগুলির জন্য সাপোর্ট চালু করে। একটি সাম্প্রতিক ব্লগ পোস্টে বলা হয়েছে, Google অ্যাকাউন্টহোল্ডাররা এখন অ্যাকাউন্টে লগ ইন করতে পাসকি ব্যবহার করতে পারেন।
Tech News: পাসওয়ার্ডের পরিবর্তে কীভাবে হবে কাজ ?
পাসকিগুলি পাসওয়ার্ডের নিরাপদ বিকল্প হিসাবে কাজ করবে। এটি প্রায় সব প্ল্যাটফর্ম ও ওয়েব ব্রাউজারে কাজ করবে। প্রথমে ব্যবহারকারীদের আঙুলের ছাপ, ফেস ডিটেকশন বা পিন দিয়ে তাদের ডিভাইস আনলক করতে হবে। টেক ব্লগারদের মতে, পাসকি প্রযুক্তির দিক দিয়ে সঠি পদক্ষেপ৷
Google অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনি কীভাবে পাসকি সেট আপ করবেন ?
১ একটি নতুন পাসকি তৈরি করা সহজ ও দ্রুত প্রক্রিয়া। পাসকি তৈরি করতে, myaccount.google.com-এ যান ও ‘নিরাপত্তা’ ট্যাবে ন্যাভিগেট করুন। 'আপনি কীভাবে গুগলে সাইন ইন করবেন' বিভাগের অধীনে, আপনি 'পাসকি' নামে একটি বিকল্প দেখতে পাবেন, যাতে প্রেস করলে আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাবে।
২ এখানে, আপনি স্বয়ংক্রিয়ভাবে তৈরি পাসকিগুলির একটি তালিকা দেখতে পাবেন৷ নিচে স্ক্রোল করুন ও আপনি একটি 'পাসকি তৈরি করুন' বিকল্প দেখতে পাবেন। এখানে ক্লিক করলে ডিভাইসটি আপনাকে পিন বা বায়োমেট্রিক্সের জন্য জিজ্ঞাসা করবে। এটি প্রমাণীকরণের জন্য কারা হবে।
৩ আপনি যদি আপনার Google অ্যাকাউন্টের জন্য একটি পাসকি তৈরি করেন, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে সাইন ইন করার অন্যতম উপায় হয়ে ওঠে। এই পাসকিগুলি ভবিষ্যতে পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এখনও তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলি এমন ডিভাইসগুলিতে ব্যবহার করতে পারবেন যা পাসকি সাপোর্ট করে না।
আরও পড়ুন : Cyber Fraud: এই তিন কারণে সাইবার অপরাধের শিকার হই আমরা