Grok 3 xAI Chatbot: AI জমানায় প্রতিযোগিতার দৌড়ে আরও এক ধাপ এগোলেন ইলন মাস্ক, হাজির Grok 3
Elon Musk: এক্স প্ল্যাটফর্মের একটি নিজস্ব এআই রয়েছে। ইলন মাস্কের এক্স সংস্থার এআই- এর নাম 'এক্সএআই'। তারাই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম Grok 3.

Grok 3 xAI Chatbot: আজকাল প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তারই একটি গুরুত্বপূর্ণ অংশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এই আধুনিক ও উন্নত প্রযুক্তির সাহায্যে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন হয় চোখের নিমেষে। আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর সঙ্গেই আজকাল জড়িয়ে রয়েছে এআই।
এক্স প্ল্যাটফর্মের একটি নিজস্ব এআই রয়েছে। ইলন মাস্কের এক্স সংস্থার এআই- এর নাম 'এক্সএআই'। তারাই একটি নতুন এআই চ্যাটবোট লঞ্চ করেছে যার নাম Grok 3, আর এই Grok- এর সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা সম্ভব। পৃথিবী, মহাকাশ, মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান এখনও যথেষ্টই সীমিত। সেই জ্ঞানের ভাণ্ডারের বিস্তার হবে Grok- এর সাহায্যে। এর পাশাপাশি নতুন আবিষ্কারও সম্ভব। Grok আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট। ইলন মাস্ক বলেছেন, Grok হল 'স্মার্টেস্ট এআই অন আর্থ'। এক্স মাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন ধনকুবের।
Grok 3 সম্প্রতি লঞ্চ করেছে এক্সআই। এর আগে Grok এবং Grok 2- ও লঞ্চ হয়েছে। Grok 3 - এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং, টেক্সট থেকে ভিডিও কনভার্শন, সেলফ কারেকশন মেকানিজম, এইসব সুবিধা। চ্যাট জিপিটি, ডিপ সার্চ, জেমিনি- এইসব এআই চ্যাটবোটের মতোই এআই মাধ্যমে পাল্লা দেওয়ার জন্যই ইলন মাস্ক নতুন Grok 3 লঞ্চ করেছেন। ২০২৩ সালে লঞ্চ হয়েছিল Grok 2 এবং সেই সময়েও এক্স মাধ্যমের সাবস্ক্রিপশনের খরচ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে একাধিক এআই চ্যাটবোট রয়েছে বিশ্বের দরবারে। সেখানে এক্স- এর এই নতুন চ্যাটবোট লঞ্চ হওয়ায় প্রতিযোগীতা আরও বেড়ে গিয়েছে। আর এক্স এআই- এর নতুন চ্যাটবোট Grok 3 উন্নত চিন্তাভাবনার দিক থেকে সকলকে ছাপিয়ে যাবে এমনটাই অনুমান করা হচ্ছে
ইলন মাস্ক এক্স মাধ্যমেই ঘোষণা করেছেন, Grok ব্যবহার করার সুযোগ পাবেন ম্যাক ওএস এবং উইন্ডোজে। বিগত ৮ মাসে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। তবে নতুন এক্সআই চ্যাটবোটের লঞ্চের পর এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের রেট বা খরচ বেড়ে গেছে। তবে ভারতে খরচ একই থাকছে বলে জানা গিয়েছে। একটি সুপার কম্পিউটারের তুলনায় কোনও অংশে কম নয় এক্সআই- এর Grok চ্যাটবোট। অসম্ভব শক্তিশালী এই মাধ্যম। Grok AI- এর উপলব্ধতা রয়েছে শুধুমাত্র এক্স মাধ্যমের প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য। ভারতে এক্স মাধ্যমের প্রিমিয়াম প্লাস সাবস্ক্রিপশনের খরচ মাসে ১৭৫০ টাকা এবং বছরে ১৮,৩০০ টাকা। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ মাসে ৮০০ টাকা এবং বছরে ৬৫০০ টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
