WhatsApp Channel: প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পার, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে স্টিকার
WhatsApp: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যাপের নতুন বিটা আপডেটে রোল আউট শুরু হয়েছে এই স্টিকার শেয়ারিং ফিচারের।
WhatsApp Channel: চলতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বের ১৫০টি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) চালু হয়েছে। এই তালিকায় রয়েছে ভারতও। এই হোয়াটসঅ্যাপ চ্যানেল বিষয়টি অনেকটা ইনস্টাগ্রামে ব্রডকাস্টের মতো। এখানে যাবতীয় তথ্য দেওয়া হয় এক-তরফা। ইনস্টাগ্রামে যাঁদের চ্যানেল রয়েছে সেই নির্দিষ্ট ইউজাররা লাইভ করেন এবং আপনাকে সেখানে যুক্ত হওয়ার অনুরোধ পাঠানো হয়। তেমনই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অ্যাডমিনরাই ফলোয়ারদের সঙ্গে তথ্য শেয়ার করেন। একজন ইউজার যদি কোনও ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখেন তাহলে ওই চ্যানেলের মালিকদের থেকে আসা ইনভাইট নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে ইউজারের কাছে। সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পার হয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে চলেছে স্টিকার অপশন (WhatsApp Channel Sticker)। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যাপের নতুন বিটা আপডেটে রোল আউট শুরু হয়েছে এই স্টিকার শেয়ারিং ফিচারের। এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা ফলোয়ারদের সঙ্গে স্টিকার শেয়ার করতে পারবেন।
WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্টিকার এখন সীমিত। আর উপলব্ধ রয়েছে নির্দিষ্ট কয়েকজন বিটা টেস্টারদের জন্য। আগামী দিনে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল ইউজারদের জন্যই এই স্টিকার শেয়ারিং ফিচার চালু হবে। শুধুমাত্র যে স্ট্যাটিক স্টিকারই পাঠানো যাবে তা কিন্তু নয়। অ্যানিমেটেড এবং ডায়নামিক স্টিকার পাঠানোর সুযোগও পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা। তবে এই মুহূর্তে সবাই এই ফিচারের সুবিধা পাবেন না। ধীরে ধীরে সকলের জন্য চালু হবে এই ফিচার। এমনি হোয়াটসঅ্যাপ চ্যাটের মতোই চ্যানেলেও ইমোজি কিবোর্ডের সঙ্গে থাকবে স্টিকারের অপশন। পছন্দসই স্টিকার বেছে নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা তা শেয়ার করতে পারবেন ফলোয়ারদের সঙ্গে।
হোয়াটসঅ্যাপে আসছে 'ভয়েস চ্যাট' ফিচার, অ্যান্ড্রয়েড এবং আইওএস মাধ্যমে শুরু রোল আউট
যেসমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩৩ থেকে ১২৮ জন সদস্য সংখ্যা, সেখানে এই নয়া ফিচার খুবই কার্যকরী হবে। ৩৩- এর কম সদস্য সংখ্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত এই ফিচার কাজ করবে না। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ কল শুরু করলে একসঙ্গে সব ইউজারের ফোন বাজতে শুরু করবে না। বরং ইউজাররা একটি পুশ নোটিফিকেশন পাবেন এবং দেখতে পাবেন একটি কল বাবল। সেখানে ট্যাপ করে প্রয়োজন অনুযায়ী ইউজাররা যুক্ত হতে পারবেন হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। ধরা যাক, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য রয়েছেন। আর একটি গ্রুপ কল করা হবে যেখানে সকলের প্রয়োজন নেই। সেখানে এই ভয়েস চ্যাট ফিচার কাজে লাগবে।
আরও পড়ুন- 'বাতিল হতে পারে মোবাইল নম্বর', প্রতারণার নতুন ফাঁদ নিয়ে সতর্ক করল TRAI