WhatsApp : হোয়াটসঅ্যাপ সাজাতে পারবেন নিজের মত ! কী ফিচার্স আসছে আপনার ফোনে ?
WhatsApp Chat Theme: হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণটি প্রস্তাব করে যে মেসেজিং অ্যাপটি চ্যাট ও থিমের রঙের জন্য মোট ৫টি রঙ অফার করবে। এর মধ্যে যে কোনও একটি থিম আপনার হোয়াটসঅ্যাপের ডিফল্ট থিমে পরিণত হবে।
WhatsApp Chat Theme Colour: হোয়াটসঅ্যাপে সাধারণভাবে ডিফল্ট চ্যাট থিমের রঙ থাকে সবুজ, হোয়াটসঅ্যাপের লোগোর মতই রঙ এর। তবে এই রঙ যাদের অপছন্দ তারা এবার থেকে চাইলে রঙ বদলাতে পারেন। আইফোন ব্যবহারকারীদের জন্য (WhatsApp Chat Theme) নতুন ফিচার্স নিয়ে আসছে মেটা। ইতিমধ্যেই এই হোয়াটসঅ্যাপের চ্যাট থিমের রঙ বদলানর জন্য iOS সংস্করণের পরীক্ষা পদ্ধতি শুরু হয়ে গিয়েছে।
দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এই চ্যাট থিমগুলিতে (WhatsApp Chat Theme) দু-ধরনের মোড থাকে- রেগুলার মোড এবং ডার্ক মোড। আবার সিস্টেমের ডিফল্ট মোডও এর মধ্যে কিছু একটা বেছে রাখতে হয়। তবে কিছুদিনের মধ্যে এই মেসেজিং অ্যাপটির চ্যাট বাব্লের থিমের রঙও বদলে নেওয়া যাবে। এখনও পর্যন্ত iOS-ের বিটা সংস্করণে দেখা গিয়েছে এই নতুন ফিচার্সটি যা কিনা এখনও রোল আউট করেনি সার্বজনীন পরীক্ষার জন্য।
হোয়াটসঅ্যাপ চ্যাট থিম কীভাবে কাজ করে
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের (WhatsApp Chat Theme) সেটিংসে চলে যেতে হবে প্রথমেই। এখানে পাওয়া যাবে সমস্ত 'চ্যাট' অপশন। এর ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন 'থিম' বলে একটি অপশন আছে। এই 'থিম' অপশনে ক্লিক করলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিকল্প ডিফল্ট থিমগুলি দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপের (WhatsApp Chat Theme) বিটা সংস্করণটি প্রস্তাব করে যে মেসেজিং অ্যাপটি চ্যাট ও থিমের রঙের জন্য মোট ৫টি রঙ অফার করবে। এর মধ্যে যে কোনও একটি থিম বেছে নিলে তা আপনার হোয়াটসঅ্যাপের ডিফল্ট থিমে পরিণত হবে। এর ফলে ভবিষ্যতে এই রঙের সঙ্গে সামঞ্জস্য রেখেই ওয়ালপেপার ও লোগোর বাবলের রঙ বদলে যাবে।
হোয়াটসঅ্যাপের যে পার্সোনালাইজড দিক সেটা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে। কারণ আপনি যার সঙ্গে চ্যাট করছেন, তিনি হয়ত এই চ্যাট থিমের রঙ অন্য কিছু বেছে নিয়েছেন। আপাতত প্রাথমিক পর্বে আইফোন ব্যবহারকারীদের জন্য এই ফিচার্সটি চালু হচ্ছে, পরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও এই ফিচার্স আসবে বলে জানিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপের যে চিরচেনা সবুজ রঙ তা এবার বদলে যাবে এই নতুন ফিচার্সের হাত ধরে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyber Crime: মেসেজেও সাইবার জালিয়াতি ! কড়া পদক্ষেপ সরকারের- কালো তালিকাভুক্ত হল এই সব সংস্থা