Whatsapp Features: নতুন ফিচারে হোয়াটসঅ্যাপের চমক, গ্রুপ থেকে মেসেজ ডিলিট করতে পারবেন অ্যাডমিনরা
Whatsapp Message: হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা নিজেদের পছন্দ মতো যেকোনও মেসেজ ডিলিট করতে পারবেন। গ্রুপের বাকি সদস্যরা সেটা দেখতেও পাবেন।
Whatsapp Features: ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে মেসজিং অ্যাপ (Messaging App) সংস্থা হোয়াটসঅ্যাপ (Whatsapp)। মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপে প্রায়শই নতুন ফিচার (Whatsapp Features) যুক্ত হয়। এবার যে নতুন ফিচার যুক্ত হয়েছে তার সাহায্যে একটি গ্রুপের অ্যাডমিন (Whatsapp Group Admins) সেই গ্রুপের যেকোনও সদস্যের মেসেজ ডিলিট করতে পারবেন। গ্রুপ অ্যাডমিনদের এই অনুমতি দিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের মাধ্যমে গ্রুপ অ্যাডমিনরা যেকোনও মেসেজ ডিলিট করতে পারবেন।
জানা গিয়েছে, বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন যখন মেসেজ ডিলিট করবেন তখন সব সদস্যরাই সেটা দেখতে পাবেন। আনুষ্ঠানিক ভাবে এই ফিচার কবে থেকে চালু হতে চলেছে তা এখনও জানায়নি হোয়াটসঅ্যাপ সংস্থা। তবে WABetaInfo জানিয়েছে, বিটা টেস্টারদের ক্ষেত্রে নাকি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা তাদের পছন্দ মতো যে কারও মেসেজ ডিলিট করতে পারবেন। গ্রুপে থাকা বাকি সদস্যরা সেটা দেখতেও পাবেন।
আপনি কি সুবিধা পেলেন?
আপনি হোয়াটসঅ্যাপের নতুন মেসেজের সুবিধা পেয়েছেন কিনা তা দেখার জন্য যেকোনও গ্রুপে যান। তারপর একটা মেসেজে ট্যাপ করে দেখুন সেখানে ডিলিট অপশন রয়েছে কিনা। যদি অপশন থাকে তাহলে বোঝা যাবে যে নতুন ফিচারের সুবিধা আপনি পেয়েছেন। আর না থাকলেও সমস্যা নেই। খুব তাড়াতাড়িই চালু হয়ে যাবে এই ফিচার।
হোয়াটসঅ্যাপের ডিলিট মেসেজের মেয়াদ
সাধারণত হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ডিলিট করতে গেলে দুটো অপশন পাওয়া যায়। ‘ডিলিট ফর মি’ এবং ‘ডিলিট ফর এভরিওয়ান’। জানা গিয়েছে, এই দ্বিতীয় অপশনের মেয়াদ বাড়তে চলেছে। আগে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের মেয়াদ বজায় থাকত কয়েক ঘণ্টা। তবে এখন ২ দিন ১২ ঘণ্টা পর্যন্ত মেয়াদ বেড়েছে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার এই অপশনের। ইউজারদের সুবিধার্থে মাঝেমাঝেই নতুন নতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ সংস্থা।