WhatsApp Features: ইউজারদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী কী সুবিধা পাওয়া যাবে?
WhatsApp: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপের 'অ্যাডভান্সড'- এই নতুন বিভাগে পাওয়া যাবে নয়া সিকিউরিটি ফিচার। প্রাইভেসি সেটিংস স্ক্রিনে এই ফিচার দেখা যাবে।
WhatsApp Features: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপে (WhatsApp) একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)- দুই ভার্সানেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) ক্ষেত্রে হ্যাকাররা অনেকসময়েই ইউজারের লোকেশন খুঁজে পায় আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। এবার এমন একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে যা হ্যাকারদের এই লোকেশন ট্র্যাক করা থেকে রুখতে কাজে লাগবে। হোয়াটসঅ্যাপ কল চলাকালীনই মূলত ইউজারের আইপি অ্যাড্রেস ট্রেস করা হয়। নতুন ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়ে গেলে হ্যাকারদের এই হানা রুখে দেওয়া যাবে। অর্থাৎ সুরক্ষিত থাকবে ইউজারদের আইপি অ্যাড্রেস এবং তাঁরা কোথায় বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন তা জানতে পারবে না হ্যাকাররা। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'protect IP address in calls'। বিশেষজ্ঞরা বলছেন, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা সংক্রান্ত ফিচারের ক্ষেত্রে আর একটি আধুনিক ও উন্নত পর্যায় যুক্ত হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপের 'অ্যাডভান্সড'- এই নতুন বিভাগে পাওয়া যাবে নয়া সিকিউরিটি ফিচার। প্রাইভেসি সেটিংস স্ক্রিনে এই ফিচার দেখা যাবে। আপাতত রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। সমস্ত ইউজারদের জন্য কবে চালু হবে এই নিরাপত্তা ফিচার তা জানা যায়নি এখনও। তবে যেহেতু রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে তাই অনুমান আর খুব বেশি দেরি নেই।
হোয়াটসঅ্যাপ সিক্রেট কোড
হোয়াটসঅ্যাপ লকড চ্যাট ফিচার আগেই চালু হয়েছে। সেই ফিচারের সঙ্গেই এবার যুক্ত হতে চলেছে সিক্রেট কোড। লকড চ্যাটের ক্ষেত্রে সিক্রেট কোড ফিচারের সাহায্যে ইউজারদের হাতে কনভারসেশন বা কথোপকথন আরও সুরক্ষিত রাখার নিয়ন্ত্রণ আসবে। ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ সংস্থা। আর লকড চ্যাটের ক্ষেত্রে যে একটি কাস্টোম পাসওয়ার্ড ফিচার চালু হতে পারে সেই আভাস বেশ কয়েক মাস আগে একটি ব্লগ পোস্টে দিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে সেই ফিচার নিয়েই কজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, নতুন ফিচার চালু হলে যখন হোয়াটসঅ্যাপে লকড চ্যাটের জন্য ইউজাররা একটি কাস্টোম পাসওয়ার্ড সেট করবেন তখন ওই কনভারসেশনের প্রাইভেসি এবং সিকিউরিটি ফিচার সমগ্র ফোনের সিকিউরিটি থেকে একদম আলাদা হয়ে যাবে। এর অর্থ হল কেউ আপনার ফোনের অ্যাকসেস পেলেও মানে ডিভাইসের পাসওয়ার্ড জানতে পারলেও সিক্রেট কোড দিয়ে সুরক্ষিত রাখা হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাবে না।