WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসেও এইচডি ছবি-ভিডিও ! ইউজারদের জন্য আসছে নতুন ফিচার
WhatsApp Status: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।
WhatsApp: হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে, ইউজারদের এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার সুবিধাও দিতে চলেছে সংস্থা। মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধায় হামেশাই নিত্যনতুন ফিচার চালু হয়। সেই তালিকাতেই নতুন সংযোজন হোয়াটসঅ্যাপ স্টেটাসে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও শেয়ার করার সুবিধা।
গুগল প্লে বিটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২৬.৩ ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাসে কিছুটা কম গুণমানের ছবি, ভিডিও শেয়ার করা যায়। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রাম এবং আইমেসেজের সঙ্গে এর ফলে অনেকটাই পিছিয়ে যায় হোয়াটসঅ্যাপ। তাই এবার এইচডি স্টেটাস ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ভবিষ্যতে অ্যাপের বিটা ভার্সানে এই ফিচার চালু করা হবে। কারণ টেস্টারদের জন্য এই ফিচার এখনও চালু হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর অগস্ট মাসেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে এইচডি গুণমানের ছবি এবং ভিডিও শেয়ারের সুবিধা চালু হয়েছিল। এই ফিচারের সাহায্যে স্ট্যান্ডার্ড ৪৮০পি রেজোলিউশনের পরিবর্তে ৭২০পি রেজোলিউশনের ছবি এবং ভিডিও শেয়ার করার সুবিধা পেয়েছেন ইউজাররা। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও শেয়ার করার পরিষেবা চালু হতে চলেছে।
হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে
ছবি হোক ভিডিও, আজকাল সবই শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ স্টেটাসে। শোনা গিয়েছে, অডিও ফাইল হোয়াটসঅ্যাপে শেয়ার করার সুবিধাও চালু করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। এবার শোনা গেল হোয়াটসঅ্যাপের স্টেটাস ইনস্টাগ্রামেও শেয়ারের সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে নতুন ফিচার চালু হয়ে গেলে। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, নাকি চান না, সেই ব্যাপারে তাঁদের মতামত জানতে চেয়ে অপশন দেওয়া হবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে সেই নিয়ন্ত্রণ থাকবে ইউজারের হাতে। আপাতত গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.২০ আপডেট। সেখানে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। এমনটাই জানিয়েছে WABetaInfo।
আরও পড়ুন- রিয়েলমির চমক, ডিসেম্বরে ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে ৪জি ভ্যারিয়েন্টও