![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Whatsapp New Feature: নম্বর লুকিয়ে রাখতে পারবেন ইউজাররা, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
Whatsapp Features: নতুন একটি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর সাহায্যে গ্রুপ বা কমিউনিটির ক্ষেত্রে নম্বর 'হাইড' করে রাখতে পারবেন ইউজাররা।
![Whatsapp New Feature: নম্বর লুকিয়ে রাখতে পারবেন ইউজাররা, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক WhatsApp New Feature Soon To Users Hide Phone Numbers Groups Communities: Report Whatsapp New Feature: নম্বর লুকিয়ে রাখতে পারবেন ইউজাররা, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/f83730360af886fe2031a7ac4b4cbbc81659958267_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Whatsapp Features: ইউজারদের সুবিধার জন্য ফের একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা। জানা গিয়েছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে যার মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট গ্রুপে (Whatsapp Group) বা আসন্ন কমিউনিটির (Whatsapp Community) ক্ষেত্রে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সান 2.22.17.23- র বিটা আপডেটে নতুন এই ফিচার দেখা গিয়েছে। যেহেতু বর্তমানে এই ফিচার নিয়ে কাজ চলছে, তাই হোয়াটসঅ্যাপের এই ফিচার সব বিটা ইউজাররা দেখতে পাবেন না। WABetainfo হোয়াটসঅ্যাপের বিটা আপডেটে এই নতুন ফিচার কেমন দেখতে লাগবে তার একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটিংসে একটি নতুন অপশন যুক্ত থাকবে যেখানে লেখা থাকবে turn off phone number sharing। হোয়াটসঅ্যাপের কমিউনিটির ক্ষেত্রেও যুক্ত হবে এই নতুন ফিচার।
Whatsapp Login Approval
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ সংস্থা মাঝে মাঝেই বিভিন্ন নতুন ফিচার লঞ্চ করে। যেমন শোনা যাচ্ছে ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য নতুন ফিচার আনতে চলেছে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বর্তমানে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে যার নাম ‘login approval’। যদি অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে, তাহলে এই ফিচারের সাহায্যে ইউজারদের কাছে অ্যালার্ট পৌঁছে যাবে। অর্থাৎ হ্যাকাররা যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে চায় তাহলে তা প্রতিহত করার উপায় আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo জানিয়েছে, এই login approval করা হচ্ছে নির্দিষ্ট ৬ ডিজিটের কোডের সাহায্যে। যদি অন্য কেউ অন্যায্য ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চায় তাহলে সে ভুল কোডই দেবে। ফলে অনায়াসে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপত্তিকর লগ-ইন রুখে দিতে পারবেন ইউজার। হোয়াটসঅ্যাপের নতুন login approval ফিচারের সাহায্যে আরও অনেক সুবিধাই পাবেন ইউজাররা। যেমন- যে ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে চাইছে তার সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। কোন ডিভাইস থেকে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে, কোন সময়ে সেই কাজ করা হয়েছে- এইসব তথ্যও জানা যাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের সাহায্যে। আপাতত নির্দিষ্ট ইউজারদের জন্য নতুন এই login approval ফিচারের টেস্টিং চালু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করবে ওলা, কী লঞ্চ হবে? ট্যুইটে মিলল ইঙ্গিত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)