WhatsApp Short Video: হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট মেসেজ, পাঠানো যাবে ৬০ সেকেন্ডের রিয়েল-টাইম ভিডিও
WhatsApp Instant Message: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ৬০ সেকেন্ডের যে শর্ট ভিডিও রেকর্ড করে পাঠানোর ফিচার চালু করেছে সেখানে মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে সংস্থা।
![WhatsApp Short Video: হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট মেসেজ, পাঠানো যাবে ৬০ সেকেন্ডের রিয়েল-টাইম ভিডিও WhatsApp Rolls Out New Instant Video Message Toggle for Android and iOS here is how this feature works WhatsApp Short Video: হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট মেসেজ, পাঠানো যাবে ৬০ সেকেন্ডের রিয়েল-টাইম ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/87c334118b40ee04bb5e43feecc7cba61693817070254485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
WhatsApp Short Video: হোয়াটসঅ্যাপে (WhatsApp Features) নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে, সম্প্রতি এমন খবরই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন toggle চালু করা হয়েছে। গত মাসেই হোয়াটসঅ্যাপে রিয়েল টাইম ভিডিও মেসেজ (Real Time Video Message) রেকর্ড করে পাঠানোর সুবিধা চালু হয়েছিল। এই ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ ফিচারের জন্যই নতুন toggle - এর রোল আউট শুরু হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা শর্ট ভিডিও (৬০ সেকেন্ড পর্যন্ত) পাঠানোর সুবিধা পাবেন। এই পরিষেবার ক্ষেত্রেই ইউজারদের আরও নিয়ন্ত্রণ ক্ষমতা দেবে নতুন toggle। হোয়াটসঅ্যাপের লেটেস্ট (অ্যান্ড্রয়েড এবং আইওএস)- বিটা আপডেটে এই নতুন toggle রোল আউট করা হয়েছে অ্যাপের সেটিংসের ক্ষেত্রে। সেখানে ডিফল্ট হিসেবে এই toggle চালু থাকলে সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা আইওএস ২৩.১৮.১.৭০ এবং হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.১৮.২১ - এই দুই ক্ষেত্রে নতুন toggle দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ ফিচারে।
কী সুবিধা পাওয়া যাবে এই নতুন toggle- এর সাহায্যে
এই toggle চালু না হওয়া পর্যন্ত ৬০ সেকন্ডের শর্ট ভিডিও রেকর্ড করে পাঠানোর ফিচার হোয়াটসঅ্যাপের অ্যাপ সেটিংসে ডিফল্ট হিসেবে অন হয়ে যাচ্ছিল। তবে toggle - এর সাহায্যে ম্যানুয়ালি এই ফিচার চালু করার সুবিধা পাবেন ইউজাররা। ভয়েস মেসেজ পাঠানোর সঙ্গে সুইচিং করেও নতুন ফিচার চালু বা বন্ধ করার সুবিধা থাকছে। তবে এই ফিচার অফ থাকলেও অসুবিধা নেই। ইউজার ভিডিও মেসেজ ঠিকভাবেই পাবেন। সূত্রের খবর, বেশিরভাগ ইউজারের ক্ষেত্রেই এই ফিচার অ্যাপে বন্ধ রয়েছে। তাঁদের অ্যাপ সেটিংসে গিয়ে ফিচার চালু করার কথা বলা হয়েছে। সব ইউজারদের জন্য এই ফিচার দ্রুত চালু হবে বলে অনুমান। ইউজাররা হোয়াটসঅ্যাপ বিটা আপডেটেড ভার্সান ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং টেস্ট ফ্লাইট অ্যাপ (আইওএস) থেকে।
ইউজারদের সুরক্ষার কথাও মাথায় রেখেছে হোয়াটসঅ্যাপ সংস্থা
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ৬০ সেকেন্ডের যে শর্ট ভিডিও রেকর্ড করে পাঠানোর ফিচার চালু করেছে সেখানে মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে সংস্থা। ইউজাররা এই ফিচার চালু থাকলে হোয়াটসঅ্যাপের টেক্সট বক্সে ভয়েস রেকর্ডার আইকন দেখতে পাবেন। এর উপরে ট্যাপ করেই রেকর্ড করা যাবে রিয়েল টাইম ৬০ সেকেন্ডের শর্ট ভিডিও। আর তা সুরক্ষিত ভাবে পাঠানোও যাবে।
আরও পড়ুন- সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)