WhatsApp Chat : আপনার বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাট থাকবে এক্কেবারে গোপনে, কিছুতেই যাবে না খোলা! এল সিকিউরিটি কোড
WhatsApp Secret Code: বিশেষ কারও সঙ্গে বার্তালাপে আপনি যদি এক স্তর বেশি সুরক্ষা যুক্ত করতে চান, তাহলে ব্য়বহার করতে পারেন হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার।
হোয়াটসঅ্যাপে আজকাল যেমন কাজের কথা চলে, তেমনই চলে ব্যক্তিগত বার্তালাপ। এমনিতে হোয়াটসঅ্যাপ 'চ্যাট লক' দিয়ে লক করা যেতে পারে। তবে বিশেষ কারও সঙ্গে বার্তালাপে আপনি যদি এক স্তর বেশি সুরক্ষা যুক্ত করতে চান, তাহলে ব্য়বহার করতে পারেন মেটার হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার।
বৃহস্পতিবার একটি নতুন 'সিক্রেট কোড' বৈশিষ্ট্যটি চালু করেছে মেটা। হোয়াটসঅঅ্যাপ ব্যবহারকারীদের তাদের তাদের কোনও বিশেষ চ্যাট লক করতে পারে। আর সেই চ্যাটগুলি আনলক করার জন্য সেট করতে হবে একটি 'ইউনিক পাসওয়ার্ড'। হোয়াটসঅ্যাপ-এ নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করা হয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এর আগে এই বছরের মে মাসে 'চ্যাট লক' বৈশিষ্ট্যটি চালু করে।
মেটার সিইও মার্ক জুকেরবার্গ (Meta CEO Mark Zuckerberg)একটি ব্লগ পোস্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপে চ্যাট লকের সিক্রেট কোড হল অনন্য একটি পাসওয়ার্ড, যা আপনার চ্যাটকে সুরক্ষিত করতে পারে৷ যে কেউ এই চ্যাট দেখে ফেলতে পারবে না। সার্চ বারে গিয়ে এই গোপন কোড টাইপ করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে লক করা চ্যাট। কেউ অনিচ্ছাকৃতভাবেও সবচেয়ে ব্যক্তিগত কথোপকথনগুলি দেখে ফেলবে না।
WhatsApp এর তরফে X প্ল্যাটফর্মে (formerly Twitter account) লিখেছে , এই locked chats আসলে কী। কিছু দেখা যাবে না। এমনকী locked chats folder ও গোপন রাখা যাবে। secret code টাইপ করে সেই চ্যাট খুঁজে পাওয়া যাবে।
WhatsApp এর তরফে তারা এই খুশির খবর শেয়ার করে বলেছে, চ্যাট লক ফেসিলিটি অনেকেই পছন্দ করেন। আশা করি সিক্রেট কোড তাদের আরও ভাল লাগবে।
হোয়াটসঅ্যাপ মনে করছে, ব্যবহারকারীদের জন্য নতুন গোপন কোড ফিচারটি শুরু করে, হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের একটি ইউনিক পাসওয়ার্ড তৈরি করার সুবিধে দিচ্ছে। অক্ষর বা ইমোজি দিয়ে এই চ্যাট লক করা যাবে। হোয়াটসঅ্যাপ বৃহস্পতিবার এই ফিচারটি নতুন শুরু করেছে। তবে এটি আগামী দিনে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে সংস্থা।
what locked chats? nothing to see here…
— WhatsApp (@WhatsApp) November 30, 2023
soon you can hide your locked chats folder. then reveal it by typing your secret code into the search bar 🔎 pic.twitter.com/PMwMykBHJY
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। আরও পড়ুন: ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?