WhatsApp Update: WhatsApp-এর নতুন চমক, গ্রাহকদের সুবিধা দিতে আর কী ?
গ্রাহকদের সুবিধা দিতে নতুন চমক WhatsApp-এর। এবার থেকে আরও বড় প্রিভিউ দেখা যাবে জনপ্রিয় এই অ্যাপে। আগেই অ্যাপলের অপারেটিং সিস্টেমে চালু হয়েছিল এই আপডেট। এবার থেকে সবার জন্যই এই দরজা খুলে দিল WhatsApp।
নয়া দিল্লি : গ্রাহকদের সুবিধা দিতে নতুন চমক WhatsApp-এর। এবার থেকে আরও বড় প্রিভিউ দেখা যাবে জনপ্রিয় এই অ্যাপে। আগেই অ্যাপলের অপারেটিং সিস্টেমে চালু হয়েছিল এই আপডেট। এবার থেকে সবার জন্যই এই দরজা খুলে দিল WhatsApp।
আগে মেসেজ পাঠালে ছোট আকারে দেখাত প্রিভিও। যাতে অনেক ক্ষেত্রেই বুঝতে সমস্যা হত অনেকের। গ্রাহকদের এই অসুবিধার কথা মাথায় রেখে আপডেট আনল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। কোম্পানি জানিয়েছে, নতুন আপডেটের ফলে চ্যাটে আরও বড় ছবি বা ভিডিয়োর প্রিভিউ দেখতে পারবেন গ্রাহকরা। এমনকী এই ভিডিও বা ছবিগুলি না খুলেই বড় আকারে দেখতে পারবেন তাঁরা।
সম্প্রতি টুইটারে নিজেদের অ্যাপ আপডেটের বিষয়ে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। টুইটে কোম্পানি লিখেছে, এবার থেকে ফটো, ভিডিও আরও রূপে দেখতে পাবেন গ্রাহকরা। আকারে বড় হওয়ায় ছবি থেকে বাদ পড়বেন না আপনি। এটাই আপনাদের নতুন আনন্দের বিষয়। টুইটের নিচে আপডেটের বিষয়েও জানিয়ে দেয় কোম্পানি। যেখানে এই ভিডিও পোস্ট করে দেখানো হয়, আগের থেকে কোথায় নতুন হোয়াটসঅ্যাপ।
আইওএস ভার্সনে আগেই দেওয়া হয়েছিল এই সুবিধা। লেটেস্ট ভার্সন আপডেট করলেই নতুন এই সুবিধা পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনেও। সম্প্রতি MyGov করোনা হেল্পডেস্ক চ্যাটবট নামে নতুন একটি ফিচার এনেছে সংস্থা। মূলত ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখেই নতুন এই ফিচার আনা হয়েছে। নিকটবর্তী কোভিডের টিকাকরণ কেন্দ্র খুঁজে পেতেই এই নতুন ফিচার আনা হয়েছে।
গত বছর করোনার সময় এই চ্যাটবট এনেছিল হোয়াটসঅ্যাপ। মূলত, করোনা সম্পর্কিত ফেক নিউজ সম্পর্কে সচেতন করতে আনা হয়েছিল এই ফিচার। সেই সময় দেখা যায়, মাত্র ১০ দিনেই ১.৭ কোটি গ্রাহক তৈরি হয়ে যায় চ্যাটবটের কারণে। কিছুদিন আগেই অ্যাপের পলিসি আপডেট নিয়ে তোলপাড় হয় নেট দুনিয়া। অনেকেই আশঙ্কা করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। যার জেরে হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজতে শুরু করেন অনেকেই। নতুন করে হ্যাকার হানার বিষয়টি প্রকাশ্যে আসায় আরও চিন্তা বাড়ে সংস্থার।