Cyber Crime: ডিজিটাল অ্যারেস্টে অদ্ভুত কাণ্ড ! খোদ প্রতারককেই মোমো আনার আবদার মহিলার
Digital Arrest Scam: অন্যান্য ঘটনার মত এক্ষেত্রেও জালিয়াত ব্যক্তি এই মহিলাকে ফোন করেন এবং তাঁকে হুমকি দেন যে তাঁকে গ্রেফতারের জন্য তাঁর বাড়িতে এসে হাজির হবেন তারা।

Digital Arrest: দেশে দিনে দিনে সাইবার জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে। নিত্য নতুন উপায়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে জালিয়াতরা। এবারে সুন্দরী মহিলার কাছে এসে নিজেরাই ঠকে গেলেন জালিয়াতরা। লক্ষ লক্ষ টাকা মানুষের (Cyber Scam) থেকে লুট করেছেন এমন এক প্রতারক এবার মহিলার সৌন্দর্য আর সুমিষ্ট কণ্ঠের জাদুতে পড়ে নিজেই ঠকে গেলেন। সেই মহিলার টাকা লুট করতে গিয়ে নিজেই জালে ফাঁসলেন প্রতারক। মহিলা বুঝতে পেরেছিলেন (Digital Arrest) যে তাঁর সঙ্গে প্রতারণা হতে চলেছে, আর তাই খোদ জালিয়াতকেই মোমো নিয়ে বাড়িতে আসার অর্ডার করে বসেন তিনি। আর এই অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই জালিয়াতকে নিয়ে ঠাট্টা-তামাশা শুরু করেন।
খোদ জালিয়াতকেই ঠকালেন মহিলা
জালিয়াতির বহু ভিডিয়ো অডিয়ো শোনা গিয়েছে এর আগে, কিন্তু এমন কথা আগে কেউ শোনেননি। অন্যান্য ঘটনার মত এক্ষেত্রেও জালিয়াত ব্যক্তি এই মহিলাকে ফোন করেন এবং তাঁকে হুমকি দেন যে তাঁকে গ্রেফতারের (Cyber Scam) জন্য তাঁর বাড়িতে এসে হাজির হবেন তারা। কিন্তু সেই মহিলা বুঝতে পেরে গিয়েছিলেন যে তাঁকে ফাঁসানো হচ্ছে, তাঁর সঙ্গে প্রতারণা হতে পারে। তাই মাথা ঠিক রেখে এই কথোপকথন উপভোগ করছিলেন সেই মহিলা। সেই জালিয়াতকে তিনি বলেন যে বাড়িতে আসার সময় চাটনি সহ ভাল মোমো নিয়ে আসতে। এছাড়াও সেই মহিলা জালিয়াতকে বলেন তিনি যেন মেয়োনিজ আনতে না ভোলেন।
অডিয়ো ক্লিপ মুহূর্তেই ভাইরাল
অডিয়োতে শোনা যাচ্ছে, জালিয়াত ব্যক্তি সেই মহিলাকে ফোন (Cyber Scam) করে হুমকি দিচ্ছেন একটি মিথ্যে মামলায় যেন তাঁর ফোন নম্বরের সাহায্যে একটি অশ্লীল কাজ করা হয়েছে প্রমাণ মিলেছে। জালিয়াত ব্যক্তিটি বলেন যে তিনি লক্ষ্ণৌ থেকে কথা বলছেন এবং খুব শীঘ্রই সেই মহিলার বাড়িতে পৌঁছাবেন তাঁকে গ্রেফতার করতে। এরপরেই মহিলা সেই ব্যক্তিকে বলেন, 'আপনি আমার বাড়িতে আসবেন, আসার পথে একটি মোমোর দোকান পড়বে, আমার জন্য মোমো নিয়ে আসবেন।' এরপরেই জালিয়াত বুঝতে পারেন যে তাঁর চালাকি এবং কৌশল এখানে কাজ করবে না। তিনি দ্রুত ফোন কেটে দেন।
আরও পড়ুন: Apple: ফোনে আড়ি পেতেছে অ্যাপল, চরবৃত্তির অভিযোগে ৮১৫ কোটি জরিমানা; আইফোন থাকলেই পাবেন এত টাকা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
