Apple: ফোনে আড়ি পেতেছে অ্যাপল, চরবৃত্তির অভিযোগে ৮১৫ কোটি জরিমানা; আইফোন থাকলেই পাবেন এত টাকা
Apple Lawsuit: ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এই মামলার অনুষঙ্গ। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে এই মামলা তখন খারিজ হয়ে যায়।
Apple Lawsuit: প্রযুক্তি সংস্থা অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চরবৃত্তির অভিযোগে। অভিযোগ এসেছে যে এই সংস্থার এআই চ্যাটবট প্রযুক্তি সিরি গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড করেছে। আর এই চরবৃত্তির অভিযোগে (Apple Lawsuit) মামলা নিষ্পত্তি করতে চেয়েছে অ্যাপল এবং তাঁর জন্য ৮১৫ কোটি টাকা জরিমানা দিতে হবে সংস্থাকে। এমনকী এই জরিমানার টাকা থেকে হাজার হাজার আইফোন ব্যবহারকারীর অ্যাকাউন্টেও নাকি সর্বোচ্চ ১৭০০ টাকা পর্যন্ত জমা হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সিরির (Siri) বিরুদ্ধে অভিযোগ যে এই এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের কথাবার্তা শুনে তা বিজ্ঞাপনদাতা থার্ড পার্টিকে দিয়েছিল যাতে সেইমত বিজ্ঞাপন দেখানো হয় ফোনে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল।
২০২১ সালে দায়ের হয়েছিল মামলা
২০২১ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপলের বিরুদ্ধে এই মামলা (Apple Lawsuit) দায়ের করা হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এই মামলার অনুষঙ্গ। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে এই মামলা তখন খারিজ হয়ে যায়। এরপরে আবার নতুন করে মামলা করা হয়। এতে অনেকেই অভিযোগ করেছিলেন যে অ্যাপল তাদের কথোপকথন রেকর্ড করছে, এমনকী ভুলবশত তারা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি সক্রিয় করলে সেখানেও কথাবার্তা রেকর্ড হয়ে যাচ্ছে। একজন অভিযোগকারী জানিয়েছেন যে তিনি এক ডাক্তার বন্ধুর সঙ্গে অস্ত্রোপচার বিষয়ে কথা বলছিলেন, আর তারপরেই তাঁর ফোনে এই সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Loan Apps: এই ১৫ লোন অ্যাপ মোবাইলে থাকলে বাড়বে বিপদ, সর্বস্বান্ত হয়েছেন ৮০ লক্ষেরও বেশি মানুষ
অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল
২০২১ সালে দায়ের করা এই মামলার পর থেকে অ্যাপল (Apple Lawsuit) ক্রমাগত এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো তথ্যপ্রমাণ দাখিল করেনি সংস্থা।
৮১৫ কোটি টাকায় মামলা নিষ্পত্তি করবে অ্যাপল
৩ বছরেরও বেশি সময় পরে অ্যাপল এখন এই মামলা নিষ্পত্তি করতে রাজি হয়েছে। কোম্পানি এখন ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ৮১৫ কোটি টাকা দেবে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপল যে যে ব্যবহারকারীর কথোপকথন রেকর্ড করেছে তাদের সর্বোচ্চ ১৭০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এই অভিযোগ এখনও অস্বীকার করেছে অ্যাপল এবং মামলা নিষ্পত্তির জন্য জোর দিচ্ছে।