Online Scam: ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে ৫৪ লক্ষ টাকা খোয়ালেন অন্তঃসত্ত্বা !
Financial Fraud: ওয়ার্ক ফ্রম হোমের অফারে সহজেই রাজি হয়েছিলেন ওই মহিলা। সমস্ত কাজ করতে হতো অনলাইনেই। বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হতো তাঁকে। তার মাধ্যমে বিভিন্ন কোম্পানি, হোটেল-রেস্তোরাঁকে রেটিং দিতে হত।
Online Scam: অনলাইনে প্রতারণার (Online Financial Scam) ফাঁদ ক্রমশ বেড়েই চলেছে ভারতে। এমনকি ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home Scam) প্রলোভন দেখিয়েও আর্থিক প্রতারণা করা হচ্ছে। সম্প্রতি এভাবেই আর্থিক প্রতারণার (Financial Fraud) ফাঁদে পড়েছিলেন এক অন্তঃসত্ত্বা। নভি মুম্বইয়ের ওই বাসিন্দা খুইয়েছেন প্রায় ৫৪ লক্ষ টাকা। অন্তঃসত্ত্বা থাকার ফলে বাড়ির বাইরে বেরিয়ে কাজ করার তুলনায় বাড়িতে বসে কাজ করে উপার্জন করা সুবিধাজনক ছিল বাণিজ্যনগরীর ওই বাসিন্দার জন্য। তবে ওয়ার্ক ফ্রম হোমের আড়ালে যে ওই মহিলার জন্য অনলাইনে আর্থিক প্রতারণার ফাঁদ পাতা রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির পর পুরো বিষয়টি বুঝতে পেরেছেন ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা ওয়ার্ক ফ্রম হোম খুঁজতে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই ফ্রিল্যান্স কাজ করার সুযোগ আসে তাঁর কাছে। মূলত বিভিন্ন কোম্পানি এবং রেস্তোরাঁকে রেটিং দেওয়ার কাজের কথা বলা হয়েছিল মহিলাকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই কাজের জন্য বেশ মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় ওই অন্তঃসত্ত্বাকে। বাড়ি বসে রোজগারের এমন সুযোগ হাতছাড়া করতে চাননি মহিলা। কিন্তু সংসারে অতিরিক্ত উপার্জন আনার পরিবর্তে বিপুল অঙ্কের লোকসান হয়েছে তাঁর।
ওয়ার্ক ফ্রম হোমের অফারে সহজেই রাজি হয়েছিলেন ওই মহিলা। সমস্ত কাজ করতে হতো অনলাইনেই। বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হতো তাঁকে। ওইসব লিঙ্কের মাধ্যমেই বিভিন্ন কোম্পানি এবং হোটেল-রেস্তোরাঁকে রেটিং দিতে হত। এটাই ছিল ওই মহিলার মূল কাজ। তবে এইসবের আড়ালে ছিল প্রলোভনের হাতছানি। প্রাথমিক ভাবে মহিলাকে বিনিয়োগ করতে বলা হয় এবং তার পরিবর্তে ভাল পরিমাণে টাকা ফেরত পাওয়া যাবে, এই আশ্বাসও দেওয়া হয়েছিল। অন্যান্যদের মতোই আর্থিক প্রলোভনের হাতিছানিকে বারণ করতে পারেননি মুম্বইয়ের এই বাসিন্দা। আর তার ফলে খুব সহজেই জড়িয়ে পড়েছিলেন প্রতারকদের জালে। জানা যাচ্ছে, মোট ৫৪,৩০,০০০ টাকা খুইয়েছেন ওই অন্তঃসত্ত্বা। পুলিশ সূত্রে খবর ৭ থেকে ১০ মে- এর মধ্যে এই বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছেন। যে কাজের জন্য মহিলা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তার নিরাপত্তার জন্যই এই মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই মহিলা। কিন্তু পুরোটাই যে ভুয়ো ব্যাপার তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তিনি।
ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে মহিলাকে যা কাজ করতে দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার পর তিনি যখন নিজের প্রাপ্য চেয়েছেন তখনই শুরু হয়েছিল আসল খেলা। টাকা দিতে অস্বীকার করা হয়। এমনকি যাঁরা এই ওয়ার্ক ফ্রম হোমের পুরোধা ছিলেন তাঁরা মহিলার সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর ধীরে ধীরে অন্তঃসত্ত্বা বুঝতে পারেন যে অনলাইন প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। তখন তড়িঘড়ি অভিযোগ দায়ের করেছেন নভি মুম্বই সাইবার পুলিশে। মোট চারজন অভিযুক্তর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।