Xiaomi Smartphones: ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন কোথা থেকে কেনা যাবে?
Xiaomi 14: শাওমি ১৪ একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। এই ফোনে Dolby Vision সাপোর্ট থাকবে। এছাড়াও থাকবে Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার।
![Xiaomi Smartphones: ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন কোথা থেকে কেনা যাবে? Xiaomi 14 Amazon India Microsite Goes Live Flipkart Availability Tipped Know the Expected Specifications Xiaomi Smartphones: ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন কোথা থেকে কেনা যাবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/2c28504bb219326720c371d4ec99c5561708780246864485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Xiaomi Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ (Xiaomi 14) ফোন। আগামী ৭ মার্চ এই ফোন লঞ্চ হবে দেশে। অন্যদিকে শাওমি ১৪ সিরিজ (Xiaomi 14 Series) গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে। এই অনুষ্ঠান হবে স্পেনের বার্সেলোনায়। বলা হচ্ছে, শাওমি ১৪ ফোনের চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে মিল থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টের। প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি ১৪ ফোন চিনে লঞ্চ হয়েছিল গতবছর (২০২৩) অক্টোবর মাসে। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট আসন্ন ফোনের রঙ প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশনও ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবার জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর শাওমি ১৪ ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
শাওমি ১৪ ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে, একনজরে দেখে নেওয়া যাক
- শাওমি ১৪ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জে ৩ প্রসেসর থাকতে চলেছে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS সাপোর্ট থাকতে চলেছে।
- এছাড়াও এই ফোনে একটি 1.5K LTPO AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টোজ হবে। এর ডিসপ্লের রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন।
- শাওমি ১৪ একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। এই ফোনে Dolby Vision সাপোর্ট থাকবে। এছাড়াও থাকবে Dolby Atmos সাপোর্ট যুক্ত স্টিরিও স্পিকার।
- ভারতে কালো, সবুজ এবং সাদা রঙে শাওমি ১৪ ফোন লঞ্চ হতে চলেছে। এখানে থাকতে চলেছে ৯০ ওয়াটের ওয়্যারড HyperCharge, ৫০ ওয়াটের ওয়্যারলেস টার্বো চার্জ সাপোর্ট। এই চার্জিং সাপোর্টের ফলে শাওমি ফোন শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১০ মিনিটে।
- শাওমি ১৪ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে যার সং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত থাকবে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- ভারতে কত দাম হতে পারে ওপ্পো এফ২৫ প্রো ৫জি ফোনের? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)