Xiaomi Smartphones: কবে লঞ্চ হতে পারে শাওমি ১৪ আলট্রা? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Xiaomi 14 Ultra: এই ফোনের যে ডিজাইন প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের এজ- এর ক্ষেত্রে হাল্কা কার্ভ দেখা গিয়েছে।

Xiaomi Smartphones: শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) সম্ভবত লঞ্চ হতে পারে আগামী ২৫ ফেব্রুয়ারি। ওই দিনই শাওমি ১৪ (Xiaomi 14) এবং শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। যদিও শাওমি সংস্থা শাওমি ১৪ আলট্রা ফোনের লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভবে কিছু ঘোষণা করেনি। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে একাধিকভাবে অনলাইনে এই ফোনের নাম দেখা গিয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোন সম্পর্কে সম্ভাব্য কিছু তথ্যও প্রকাশ্যে এসেছে। তবে এবার ফোনের ফ্রন্ট প্যানেলের ডিজাইন এবং লুক ফাঁস হয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন আগের প্রকাশ্যে এসেছিল। এই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে এবং একটি সার্টিফিকেশন ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে।
শাওমি ১৪ আলট্রা ফোনের ফ্রন্ট প্যানেল
এই ফোনের যে ডিজাইন প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের এজ- এর ক্ষেত্রে হাল্কা কার্ভ দেখা গিয়েছে। 2.5D কোয়াড মাইক্রো কার্ভড স্ক্রিন থাকবে এই ফোনে। slim bezels দেখা যাবে এই ফোনে। এছাড়াও ডিসপ্লের উপরের বর্ডারের দিকে মাঝ বরাবর হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
শাওমি ১৪ আলট্রা ফোনের দাম কেমন হতে পারে
এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সম্পন্ন ফোনের দাম EUR 1,499 (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩৩,৬০০ টাকা) হতে পারে। একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে শাওমি ১৪ আলট্রা ফোনে। আগে অবশ্য শোনা গিয়েছিল ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ নিয়ে মোট তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে শাওমি ১৪ আলট্রা ফোনের। অনুমান, এই ফোনে ৫জি এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট থাকবে। তবে এই ফোনে টু-ওয়ে কলিং অথবা অনলি স্যাটেলাইট মেসেজিং সাপোর্ট থাকবে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি এখনও।
শাওমি ১৪ আলট্রা ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে।
- এছাড়াও অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS সাপোর্ট থাকতে পারে শাওমি ১৪ আলট্রা ফোনে।
- এই ফোনে ৬.৭ ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- শাওমি ১৪ আলট্রা ফোনে ৫১৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। সেখানে ৯০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- আইফোন ১৬ সিরিজে ৫টি মডেল লঞ্চ করতে পারে অ্যাপেল কর্তৃপক্ষ? কী কী ফোন লঞ্চ হতে পারে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
