Tripura News: ফের সন্ত্রাসের ছোবল, ত্রিপুরায় গুলিবিদ্ধ হয়ে নিহত বিএসএফের হেড কনস্টেবল
BSF Jawan Killed: উত্তর-পূর্বে ফের সন্ত্রাসের ছোবল, এবার ত্রিপুরায়। উত্তর ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি। মৃত্যু হল বিএসএফের হেড কনস্টেবলের।
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ত্রিপুরায় (Tripura) বাংলাদেশ (Bangladesh) সীমান্তে টহলের সময়ে বিএসএফের (BSF) ওপর অতর্কিত হামলা। গুলিবিদ্ধ হয়ে নিহত বিএসএফের হেড কনস্টেবল। ঘটনার নেপথ্যে উত্তর-পূর্বের (North-East) জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার (National Liberation Front of Tripura) বিশ্বমোহন গোষ্ঠী। এমনটাই সন্দেহ ত্রিপুরা পুলিশ (Tripura Police) ও বিএসএফের (BSF)।
বিএসএফের ওপর অতর্কিত হামলা: উত্তর-পূর্বে (North- East India) ফের সন্ত্রাসের ছোবল, এবার ত্রিপুরায়। উত্তর ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি। মৃত্যু হল বিএসএফের হেড কনস্টেবলের। ত্রিপুরায় কি সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন NLFT-র বিশ্বমোহন গোষ্ঠী? সন্দেহ বাড়ছে প্রশাসনের। বিএসএফ সূত্রের খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত বিএসএফের হেড কনস্টেবলের নাম গির্জেশকুমার উড্ডে। বাড়ি মধ্যপ্রদেশের (Madhyapradesh) মান্ডলায়। ত্রিপুরা উত্তর জেলার আনন্দবাজার থানার সিমনাপুরে পোস্টিং ছিল তাঁর। ত্রিপুরার এই অঞ্চলের গা ঘেঁষে মিজোরাম সীমানা এবং বাংলাদেশ সীমান্ত। শুক্রবার সকালে টহল দিচ্ছিলেন বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিএসএফের হেড কনস্টেবলের: হঠাৎ কাঁটাতারের ওপার থেকে ছুটে আসে পরপর গুলি। বুলেট-বিদ্ধ হন বিএসএফের হেড কনস্টেবল গির্জেশকুমার। তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় আগরতলার এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএসএফ জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিকে, ত্রিপুরা পুলিশের মতে, হামলার পিছনে আছে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার বিশ্বমোহন গোষ্ঠী। যারা এখন বাংলাদেশের চট্টগ্রামে ঘাঁটি গেড়ে রয়েছে বলে সন্দেহ। সপ্তাহ দুয়েক আগেই NLFT’র বিশ্বমোহন গোষ্ঠীর ৪ নেতা - উমেশ কোলোই, ফণীজয় রিয়াং, ভিক্টর জামাতিয়া এবং উত্তম কিশোর জামাতিয়া বাংলাদেশ থেকে এসে ত্রিপুরার ধলাই জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এবার সেই সংগঠনই, বিএসএফের ওপর হামলা চালিয়েছে বলে সন্দেহ জোরাল হল। যদিও হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি কোনও সংগঠন।
এদিকে স্বাধীনতা দিবসের আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হানার ঘটনা ঘটে। ঘটনায় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে জানানো হয়েছে, কুলগামের কাইমোহতে গ্রেনেড হামলায় আহত হন পুলিশ অফিসার তাহির খান। পুঞ্চের মেন্ধারের বাসিন্দা ওই পুলিশ আধিকারিককে অনন্তনাগের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘পার্থ ‘ক্যান্সার’, কেটে বাদ দিয়েছে দল,’ বেনজির আক্রমণ তৃণমূল নেতার