(Source: ECI/ABP News/ABP Majha)
Tripura News: ভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা, বিজেপি-সিপিএম সংঘর্ষ, বিপ্লবের পৈতৃক বাড়িতেও হামলার অভিযোগ
Biplab Deb: ত্রিপুরার গোমাটি জেলার রাজধরনগরে বিপ্লব দেবের পৈতৃক বাড়িটি অবস্থিত।
প্রসেনজিৎ সাহা, আগরতলা: বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র দু'মাস (Tripura Assembly Elections)। তার আগে রাজনৈতিক সংঘর্ষে ফের তেতে উঠল ত্রিপুরা (Tripura News)। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) পৈতৃক বাড়িও সেই অশান্তি থেকে নিস্তার পায়নি বলে অভিযোগ। বিপ্লব দেবের পৈতৃক ওই বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ আসছে। বাড়িতে আসা অতিথিদের গাড়ি-মোটর সাইকেল ভাঙচুরের পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি দোকানও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ সামনে এল।
বেশ কয়েকটি দোকানও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ
ত্রিপুরার গোমাটি জেলার রাজধরনগরে বিপ্লব দেবের পৈতৃক বাড়িটি অবস্থিত। মঙ্গলবার সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়। সেই সময়ই অশান্তি চরমে ওঠে বলে জানা গিয়েছে। তাতে বিপ্লব দেবের পৈতৃক বাড়ি তো নিস্তার পায়ইনি, আশেপাশের তিন-চারটি দোকানেও ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে বিজেপি এবং সিপিএম।
সিপিএম-এর দাবি, গতকাল ওই এলাকায় প্রচারমূলক কর্মসূচি ছিল তাদের। বিপ্লব দেবের বাড়িতে অনুষ্ঠান রয়েছে জেনে, তা স্থগিতও রাখা হয়। কিন্তু তার পরেও পরিস্থিতি তাতিয়ে তুলতে থাকে বিজেপি। তাদের দলীয় পতাকা নষ্ট করে দেওয়া হয়। প্রতিরোধ গড়ে তুলতে গেলে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও বিজেপি-র ঘটানো বলেও দাবি সিপিএম-এর। তাদের দাবি, সিপিএম কর্মী-সমর্থকদের দোকানই পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Anubrata Mandal: অনুব্রত প্রভাবশালী, জামিন দিলে বিচারপ্রক্রিয়ার উপর অশুভ প্রভাব পড়বে, জানাল আদালত
এর পাল্টা বিজেপি জানিয়েছে, সন্ধে নাগাদ বিপ্লব দেবের বাড়িতে অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি, মোটর সাইকেল, কিছু বাদ যায়নি। সেই সময় বিপ্লব দেবের বাড়িতে এক ধর্মগুরুও ছিলেন। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তাতেই পরিস্থিতি তেতে ওঠে। বিজেপি অশান্তি বাধায়নি, সিপিএম-কে বাধা দিতে গিয়েছিল মাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, মনঙ্গলবার দুপুর থেকেই পরিস্থিতি ক্রমশ তেতে উঠছিল। সন্ধে নাগাদ তা ব্যাপক আকার ধারণ করে। খবর পেয়ে ছটে আসে পুলিশ এবং আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর জওয়ানরা। তাঁরাই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও পর্যন্ত এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে দু'টি।
দলের কর্মী-সমর্থকদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, দাবি সিপিএম-এর
এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে, বিপ্লব দেব বলেন, "সিপিএম-এর এটাই ধর্ম, যে করে হোক শান্তি বিনষ্ট করা।" অন্য দিকে, সিপিএম বিধায়ক রতন ভৌমিক বলেন, "আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। বিপ্লবের বাড়িতে অনুষ্ঠান জেনে তা স্থগিত করে দেওয়াও হয়। কিন্তু সাম্প্রদায়িকতায় ইন্ধন জোগাতে বিজেপি-ই অশান্তি বাধায়।"