Kharchi Puja : একসঙ্গে পূজিত ১৪ দেবদেবী, শুরু ২৬২ বছরের খার্চি পুজো ও মেলা
১৭৬০ খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরনো হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো।
প্রসেনজিৎ সাহা, আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরায় শুরু হল ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা (Kharchi Puja and Mela)। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি এই ১৪ জন দেবদেবী একসাথে পূজিত হন । আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়, চলে সাত দিন । ২৬২ বছরে পা দিল এবার খার্চি। ১৯৪৮ সালে ত্রিপুরা ভারত ভুক্তির পর থেকে এই পূজা ও মেলার দায়িত্ব নেয় সরকার।
খার্চি পুজো ও মেলা
প্রসঙ্গত, খার্চি চতুর্দশ দেবতা পুজো বলেও পরিচিত। চতুর্দশ দেবতার পুজোর সঙ্গে জড়িত পূজারীদের দেওড়াই ও প্রধান পুরোহিতকে চন্তাই বলা হয়। ত্রিপুরার রাজাদের কুল দেবতা হলেও ১৯৪৮ সালের ১৫ অক্টোবর ভারত অন্তর্ভুক্তির পর মেলার সমস্ত দায়িত্ব বর্তায় রাজ্য সরকারের উপর। সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং যথাযোগ্য মর্যাদার সাথেই প্রতিবছর উদযাপিত হয়ে চলেছে এই মেলা। ১৭৬০ খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরনো হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো।
View this post on Instagram
যে পুজো উপলক্ষ্যে স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ।
আরও পড়ুন- মহামায়ারই আরেক রূপ দেবী বিপত্তারিণী, জানুন এই পুজোর দিন কী কী করতেই হবে