এক্সপ্লোর
৭টায় বাংলা (২): এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, মণীশ-কাণ্ডে বিজেপির সিবিআই তদন্ত দাবি
এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায় হল প্লাজমা থেরাপি। প্রবীন অভিনেতার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সোমবার তাঁর এমআরআই করার সিদ্ধান্ত হয়েছে। অক্সিজেন সাপোর্টে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। জানা গিয়েছে, অভিনেতার কোভিড-জনিত অস্বস্তি রয়েছে। এদিকে, মণীশ শুক্ল খুনে চিহ্নিত এক দুষ্কৃতী। শার্প শ্যুটার নাসিরের খোঁজে অভিযান সিআইডির। মণীশ খুনে সিবিআই চেয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। 'যাদের রাজ্যের ওপর বিশ্বাস নেই, তারা কীভাবে রাজ্যের ক্ষমতায়নে থাকবে?' পাল্টা প্রশ্ন তৃণমূলের।






























