7 Tay Bangla: আবাস যোজনায় দুর্নীতি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভ, শাহ-মমতা একান্ত বৈঠকে তরজা। Bangla News
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, বিডিও-কে আটকে রেখে বিক্ষোভ। বাঁকুড়ার বড়জোড়ায় বিডিওকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের। 'যাঁদের পাকা বাড়ি, তাঁদের নাম তালিকায়, গরিবের নাম নেই কেন?' প্রশ্ন তুলে বিডিওকে ৪ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের, পুলিশ গিয়ে বিডিও-কে গ্রাম থেকে উদ্ধার করে।
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে আইসিডিএস কর্মী । পুরুলিয়ায় আইএসডিএস কর্মীকে ২ ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের । পুলিশ ও বিডিও-র আশ্বাসে বিক্ষোভ ওঠে।
পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষে একান্তে শাহ-মমতা সাক্ষাৎ। নবান্নে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের ।নবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। বৈঠকে যোগ দিতে মূল গেটে না গিয়ে নবান্নর ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়। অমিত শাহকে স্বাগত জানান মমতা, একসঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে ।






























