7 tay Bangla : হাওড়া স্টেশনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে গ্রেফতার বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত
বাগুইআটির ২ ছাত্র খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। হাওড়া স্টেশনের উল্টোদিকে ট্র্যাভেলস অফিসে ট্রেনের টিকিট কাটছিল সত্যেন্দ্র। মুম্বই গামী ট্রেনের টিকিট কাটছিল বাগুইআটির জোড়া খুনে ধৃত সত্যেন্দ্র, সিআইডি সূত্রে খবর। হঠাৎ ট্র্যাভেলসের অফিস বিদ্যুৎহীন হয়ে যায়। টাকা না থাকায় টিকিট কাটার জন্য নিজের ফোন থেকে ফোন করে সত্যেন্দ্র, সিআইডি সূত্রে খবর। তারপরেই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার সত্যেন্দ্র। হাতেনাতে পাকড়াও করে বিধাননগর পুলিশ।
কলকাতায় আরও ১ ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। ১০৬ নম্বর ওয়ার্ডে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। কসবার পূর্বাঞ্চল রোডে মৃত্যু অনুরাগ মালাকারের। ৬ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় রুবি হাসপাতালে ভর্তি। ভর্তির পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন অনুরাগ, গতকাল সন্ধেয় মৃত্যু। ডেঙ্গি সংক্রমণের পর মৃত্যু, স্বীকার করেছে পুরসভার স্বাস্থ্য বিভাগ।