৭টায় বাংলা (Seg 1): কুলপিতে বিক্ষোভের মুখে BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | Bangla News
কুলপিতে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা, গো-ব্যাক স্লোগান। তৃণমূল ও বিজেপি কর্মীদের বচসা-হাতাহাতি। কুলপিতে আধ ঘণ্টা রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের।
এদিকে এই ঘটনার প্রতিবাদে যাদবপুরে রাস্তায় নামে বঙ্গ বিজেপি। এমজি রোডেও প্রতিবাদ দেখান বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকরা।
আজ রাজ্যপালের বাজেট ভাষণ ঘিরে বিধানসভায় নাটকীয় পরিস্থিতি। শেষ মুহূর্তে রাজ্যপাল জগদীপ ধনকড় ভাষণের প্রথম এবং শেষ লাইন পড়ে তাঁর সাংবিধানিক দায়বদ্ধতা পালন করেন।
এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "বিধানসভায় অভূতপূর্ব ঘটনা ঘটেছে, আগে এরকম দেখিনি। তৃণমূলের বিধায়করা বারবার রাজ্যপালকে অনুরোধ করেন। এরকম কখনও হয়নি, রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি।" তিনি যোগ করেন, "রাজ্যপাল যাতে ভাষণ না পড়েন, অধিবেশন শুরু না হয়, তার চেষ্টা করেছে বিজেপি। হয়তো ওনার উপরে চাপ ছিল, শেষপর্যন্ত ভাষণ পড়েছেন, ধন্যবাদ। ভাষণের শেষ লাইন পড়েছেন রাজ্যপাল, এজন্য ওনাকে ধন্যবাদ।"
বিধানসভায় ধুন্ধুমার প্রসঙ্গে এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "সাধারণ মানুষের ওপর যা অত্যাচার হচ্ছে, যেভাবে তৃণমূল গণতন্ত্রের হত্যা করছে, সেইটা তুলে ধরার যোগ্য জায়গা বিধানসভা। আমরা তো শুধু স্লোগান দিয়েছি। বিরোধী দলের ভূমিকা পালন করা হয়েছে আজ। আমি তাঁদের অভিনন্দন জানিয়েছি। পুরো ফিল্ম বাকি আছে, এতেই ঘাবড়ে গেলেন?"