(Source: ECI/ABP News/ABP Majha)
7 Tay Bangla (Seg-2): দু’-দু’বার ট্যাক্সি বদলের পরেও হল না শেষ রক্ষা, গ্রেফতার বহরমপুরকাণ্ডের অভিযুক্ত।Bangla News
বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় গ্রেফতার ধৃতের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কয়েকদিন ধরে সে বহরমপুর থাকছিল। অনুসরণ করছিল কলেজছাত্রীকে। গোরাবাজারের যে মেসে ওই ছাত্রী থাকতেন, সেখানে একাধিকবার রেকি করে। খুনের দিন মোটরবাইক অন্যত্র রেখে এসেছিল সুশান্ত। খুনের পর গোরাবাজারের পিছন দিকের রাস্তা ধরে সে। পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়। গাড়ির ভিতরেই বদলে নেয় রক্তমাখা পোশাক। এরপর সামশেরগঞ্জে রাস্তায় নাকা চেকিং দেখে ভয় পেয়ে ট্যাক্সি থেকে নেমে মিনিডোরের নীচে গিয়ে শুয়ে পড়ে সুশান্ত। তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। আগেই ইংরেজবাজারে স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়েছিল, দাবি নিহত ছাত্রীর বাবার। এ প্রসঙ্গে কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ কী জানিয়েছেন দেখাব।
বহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুন। ছাত্রী খুনের প্রতিবাদে পথে কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরীর নেতৃত্বে মোমবাতি মিছিল। মিছিলে পা মিলিয়েছেন বহু কংগ্রেস কর্মী-সমর্থকরা।
'যতক্ষণ ফাইনাল ডিসিশন হচ্ছে না, ততক্ষণ ফ্রি লি কিছু বলা যাচ্ছে না। ৯ তারিখ যদি না হয়, যদি কোনও আশানুরূপ ফলাফল না হয়, তাহলে আমাকে তো আন্দোলনে কেউ রুখতে পারবে না। আর মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তো সবার আগে আমি চিঠি লিখেছি। ওঁর দায়িত্ব, ওঁর ভূমিকা সবথেকে বেশি', মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh)।