এক্সপ্লোর
৭টায় বাংলা : বীরভূমে দলের সাংগঠনিক সভায় ফের তৃণমূলের এক বুথ সভাপতিকে বলতে বাধা, আজ কিছু বলব না, প্রতিক্রিয়া অনুব্রতর
বীরভূমে দলের সাংগঠনিক সভায় ফের তৃণমূলের এক বুথ সভাপতিকে বলতে বাধা। মাইকে শুনব না, অভিযোগ লিখিত আকারে জমা দিতে বললেন অনুব্রত। পরে ক্যামেরার সামনেও কথা বলতে বাধা। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। আজ কিছু বলব না, প্রতিক্রিয়া অনুব্রতর।






























